শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৯:১৪:৪৩

আজ মাঠে নামছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

 আজ মাঠে নামছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের ‘বিস্ময় বালক’ মুস্তাফিজুর রহমান।  অসাধারণ ক্রিকেট নৈপুণ্যের কারণে ক্রিকেট ভক্তরা যার আদুরে নাম দিয়েছেন ‘দ্য ফিজ’।

মাঠে নামার পূর্ব প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বল করেছেন ‘কাটার মাস্টার’।  তার টানা বোলিং পর্যবেক্ষণের পর রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদুল ইসলাম খান টিম ম্যানেজমেন্টকে আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এ বাঁ হাতি পেসারকে মাঠে নামানোর সবুজ সংকেত দিয়েছেন।  এর আগে সর্বশেষ ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নামেন মুস্তাফিজ।  ওই আসরে ১০ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন কাটার মাস্টার।  গত বিপিএলে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ।

এ আসরে সিলেট ও ঢাকা পর্বে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামতে পারেনি ইনজুরির থাবার কারণে।  বার বার ইনজুরিতে পড়া মুস্তাফিজের জন্য যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।  সর্বনাশা ইনজুরি কেড়ে নিয়েছে তার স্বকীয়তা।  কাটার-স্লোয়ার আর ইয়র্কার আগের মতো ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারছে না।  বিগত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সিরিজে এক প্রকার নখদন্তহীন বাঘ ছিলেন এ পেস সেনসেশন।  তবে ক্রিকেটে অফ ফর্ম বিষয়টা সাময়িক।  

এ কারণেই ফিজ সমর্থকরা পুরনো ছন্দে দেখতে মুখিয়ে আছেন।  দর্শকদের আশা, বিপিএলে চট্টগ্রাম পর্বে দেখা যাবে পুরনো মুস্তাফিজকে।  শনিবার তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন মুস্তাফিজ।  বিপিএলের তৃতীয় পর্ব খেলতে চট্টগ্রামে রয়েছে রাজশাহী কিংস।  পয়েন্ট তালিকায় ভালো অবস্থায় নেই মুস্তাফিজের দল।  সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে দল।  ফলে পয়েন্ট তালিকায় তলানিতে অবস্থান তাদের।  এ ম্যাচেই দেখা যাবে পুরনো সেই মুস্তাফিজকে— এমন আশা করছেন ফিজ ভক্তরা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে