শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ১১:১১:৫৪

নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মাহমুদুল্লাহ

 নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্নামেন্টের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৯ রান করে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন খুলনা টাইটান্সের এই অধিনায়ক মাহমুদুল্লাহ। বিপিএলে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে বিপিএলে মাহমুদুল্লাহর রান ছিলো ৫৭ ম্যাচের ৫৩ ইনিংসে ১২৭৭ রান। এসময় ৫৩ ম্যাচে ৪৯ ইনিংসে ১২৯২ রান নিয়ে সবার উপরে ছিলেন রাজশাহী কিংস ও বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে খুলনার হয়ে ৫৯ রান করে মুশফিকুরকে পেছনে ফেললেন মাহমুদুল্লাহ। এখন তার রান ১৩৩৬। ৩৭ ম্যাচে ৩৬ ইনিংসে ১০৬৯ রান করে তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল।
২৫ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে