শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৩:৪২:০৪

বিপিএলের ইতিহাসে রেকর্ড করলো ফেনীর ছেলে সাইফউদ্দিন

 বিপিএলের ইতিহাসে রেকর্ড করলো ফেনীর ছেলে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ইতিহাসে অনেকেই বল করেছেন। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাইফউদ্দিনের মতো এতো খরুচে কেউ ছিলেন না। নিজের প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন সাইফউদ্দিন। এরপরে বিপিএলের ইতিহাসে রেকর্ড করলো ফেনীর ছেলে সাইফউদ্দিন।

দ্বিতীয় ওভারে ২ রান দিয়ে নেন আরো ১টি উইকেট। তৃতীয় ওভারে এসে ১২ রান দিয়ে নেন আরো একটি উইকেট। ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে কুমিল্লার সেরা বোলার তিনি।

কিন্তু কে জানত চতুর্থ ওভারে তার জন্য এমন তাণ্ডব অপেক্ষা করছে। ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন তিনি। প্রথম বলে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন। পরের বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকান। তৃতীয় বলে ২ রান নেন। চতুর্থ বলে আবারো ছক্কা মারেন স্যামি। পরের বল ওয়াইড দেন সাইফ। পঞ্চম বলে আরো একটি ছক্কা হজম করেন কুমিল্লার এই বোলার। পরের বলটি আবারো ওয়াইড দেন। ষষ্ঠ বলটি ফুলটস দেন সাইফউদ্দিন। স্যামি সোজা বাউন্ডারির বাইরে ফেলেন। ছক্কা। এক ওভারে ৩২ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েন।

৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট পাওয়া সাইফউদ্দিনের নামের পাশে ৪ ওভার শেষে ৫০ রান দিয়ে ৩ উইকেট লেখা! সাইফউদ্দিনের এই ওভারটি বিপিএলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার। এর আগে ২০১৩ সালে রেস টু ফাইনাল ম্যাচে সিলেট রয়্যালসের নাজমুল হোসেন মিলন সর্বোচ্চ ২৯ রান দিয়েছিলেন।

তার করা সেই ওভারে ক্রিস গেইল ৪টা ছক্কা মেরেছিলেন। ৪ ছক্কা, ১ ওয়াইড, ১ নো, ২ রান ও ১ রানে মোট ২৯ রান দিয়েছিলেন মিলন। আজ সাইফউদ্দিন তার চেয়ে আরো ৩ রান বেশি দিয়ে বিপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হয়ে গেলেন।
২৫ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে