শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৩:৫১:১৩

এত বড় ক্রিকেট তারকা; অথচ কী সাধারণ জীবনযাপন!

 এত বড় ক্রিকেট তারকা; অথচ কী সাধারণ জীবনযাপন!

স্পোর্টস ডেস্ক : অনেক বছর আগে অবসরে গেলেও ক্রিকেট বিশ্বে তিনি একটি স্থায়ী আসন প্রতিষ্ঠা করেছেন। ক্রিকেট বিশ্ব যুগের পর যুগ মনে রাখবে 'দ্য ওয়াল' খ্যাত এই চোখ ধাঁধানো স্টাইলিস্ট ব্যাটসম্যানকে।

এই অসাধারণ মানুষটি কিন্তু অতি সাধারণ জীবনযাপন করেন। এই মুহূর্তে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে থাকা রাহুল দ্রাবিড়ের ছবি। তাহলে এই ছবির পেছনে ইতিহাসটা কী?

ছবিতে দেখা যাচ্ছে, ভারতের সাবেক ক্রিকেটার রাহুল তার দুই ছেলে সমিত ও অন্বয়ের সঙ্গে একটি বিজ্ঞানের প্রদর্শনীতে এসেছেন। অন্য অভিভাবকদের মতোই ভিড়ের একজন হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন লাইনে। তার এই 'ডাউন টু আর্থ' ভঙ্গিই হয়ে উঠেছে ভাইরাল।  

আসলে ভারতে ক্রিকেটার ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা তারকার মর্যাদা পান। সামান্য কয়েকটি ম্যাচ খেলেই ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তরুণ ক্রিকেটাররা। আর যারা বহু বছর ধরে দেশের হয়ে খেলে যান, তারা তো রীতিমতো 'ক্রাউড পুলার' হয়ে যান। যেখানেই যান সেখানেই জনতার ঢেউ।

ঠিক এই জায়গাটিতেই রাহুলের এই সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়াটা এক অনন্য বিস্ময়ের সৃষ্টি করেছে। একজন মহাতারকাও যে মাটির এত কাছাকাছি থাকতে পারেন, তা দেখে সকলেই অবাক হয়ে যাচ্ছেন। তার দাঁড়ানোর ভঙ্গিটি এতটাই সাধারণ যে কেউ ভেবে বসতে পারেন ইনি রাহুল নন, রাহুলের মত দেখতে অন্য কেউ!

শক্তি চট্টোপাধ্যায়ের লিখেছিলেন, 'আসলে কেউ বড় হয়না, বড়র মতো দেখায়'। রাহুল যেন এই ছবির মাধ্যমে প্রমাণ করে দিলেন 'বড়' হওয়ার সেই সব' মিথ্যে বাহাদুরি' তিনি দেখাতে চান না। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হলেও, তার জন্য বাড়তি কোনো সুবিধা বা মনোযোগ তিনি চান না। মিশে থাকতে চান ভিড়ের ভেতর। থাকতে চান মাটির মানুষ হয়েই।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে