শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৪:৪১:১৯

চরম পরিস্থিতিতে কুমিল্লা

 চরম পরিস্থিতিতে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : রাজশাহীর দেওয়া ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া ফখর জামান আউট হযেছেন মাত্র ২ রান করেই।  আর ইমরুল কায়েস আউট হয়েছেন কোন রান না করেই।

দলীয় ৪ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপদে পড়া কুমিল্লাকে এগিয়ে নেন তামিম ও সোয়েব মালিক।  দুজনে মিলে ৮৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান।  তবে এরপর আবারো ছন্দপতন।

৯১ রানের মাথায় ডোয়ান স্মিথের বলে ২৬ বলে ৪৫ রান করে মালিক আউট হলে বাটলারকে সাথে নিয়ে লড়াই করেন তামিম।  কিন্তু দলীয় ১২৫ রানের মাথায় ব্যক্তিগত ৬৩ রান করে সামির বলে তামিম আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে কুমিল্লার টেলএন্ডরা।

অলক কাপালি ও সাইফুদ্দিন দুজনেই ডাক মেরে ফিরে যান মোহাম্মদ সামির বলে।  আর ফ্রাঙ্কলিন তুলে নেন জস বাটলারকে।  আর তাতেই শেষ হয়ে যায় কুমিল্লার প্রতিরোধের কথা।

এখন ব্যাটিংয়ে আছেন হাসান আলী ও রশিদ খান।  কুমিল্লার দলীয় সংগ্রহ ১৬ ওভারে ১৩৫ রান।  সাত উইকেট হারিয়েছে তারা।  জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ২৪ বলে ৫১ রান।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে