শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৪:৫৫:০২

শেষ পর্যন্ত তামিম ঝড় থামিয়ে জিতল স্যামি-সামিরা

শেষ পর্যন্ত তামিম ঝড় থামিয়ে জিতল স্যামি-সামিরা

স্পোর্টস ডেস্ক : ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। কিন্তু তাতেও কাজ হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রাজশাহী কিংসের কাছে তাদের হেরে যেতে হলো ৩০ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহী করেছিল ৭ উইকেটে ১৮৫ রান। জবাবে কুমিল্লা শেষ পর্যন্ত ১৫৫ রানে অল আউট হয়ে যায়।
মোহাম্মদ সামি ৪ উইকেট নিয়ে কুমিল্লার ইনিংসে ধস নামান। এছাড়া মোস্তাফিজুর ও স্মিথ দুটি করে উইকেট নেন।
তামিম শনিবার দারুণ খেলেছিলেন। তিনি ৪৫ বলে ৬৩ রান করেছিলেন। এছাড়া শোয়েব মালিক ২৬ বলে ৪৫ রান করেন।

১৮৬ রানের টার্গেট
ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির ১৪ বলে অপরাজিত ৪৭ রানের কল্যাণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ২৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৮৬ রানের টার্গেট দেয় রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান করে রাজশাহী।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ৪৩ রানের জুটি পায় রাজশাহী। ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ১৯ করে ফিরলে মোমিনুল হকের সাথে উদ্বোধনী জুটি ভাঙ্গে রাজশাহীর। দলীয় ৪৭ রানে ১৬ বলে ২৩ রান করে ফিরেন মুমিনুলও।

এরপর ইংল্যান্ডের লুক রাইট, জাকির হাসান ও নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনের ব্যাটে ঘুরতে থাকে রাজশাহীর রানের চাকা। তবে সেটি ধীরগতির ছিলো। তাই ১৭ ওভার শেষে রাজশাহীর রান ছিলো ৫ উইকেটে ১২৯ রান।

এখান থেকে দলকে ১৮৫ রানে নিয়ে যান অধিনায়ক স্যামি। কুমিল্লার মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের শেষ ওভার থেকে ৩২ রান নেন স্যামি। ওই ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার এটি।

শেষ পর্যন্ত ১টি চার ও ৬টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ৪৭ রান করেন স্যামি। এছাড়াও রাজশাহীর পক্ষে রাইট ৪২, জাকির ২০ ও ফ্রাঙ্কলিন ১৪ রান করেন। কুমিল্লার সাইফউদ্দিন ৪ ওভারে ৫০ রানে ৩ উইকেট নেন। প্রথম ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে