বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ১০:০০:০১

মিরপুরে কেনো ‘মাস্ক’ পরে খেললেন হাসান আলী?

মিরপুরে কেনো ‘মাস্ক’ পরে খেললেন হাসান আলী?

স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাস্ক পরে ফিল্ডিং করতে দেখা গেল কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি পেসার হাসান আলীকে। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগল অনেকের। কেন এই মাস্ক?

দিল্লির মতো ঢাকার বাতাসও ভীষণ দূষিত।  ধোঁয়া আগের তুলনায় কমলেও ঢাকার ধুলোর বড় কারণ এখন বাতাসে মিশে থাকা ধূলিকণা।  কিন্তু মুখে মাস্ক পরার মতো পরিস্থিতি নিশ্চয় তৈরি হয়নি! আরও অনেক বিদেশি, এমনকি পাকিস্তানি ক্রিকেটাররাও মাস্ক ছাড়াই খেলছেন।  কিন্তু হাসান কেন মাস্ক পরেছেন?

বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ধারাভাষ্যকর আতহার আলী খান বললেন, ‘আমরা শুনেছি ওর নাকি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে।  সে কারণে মাস্ক পরেছে।  অন্য কিছু নয়। ’
আরেকটি সূত্র জানিয়েছে, হাসানের শ্বাসকষ্টের সমস্যা আছে।  সে কারণেই মাস্ক পরেছেন।  ফিল্ডিংয়ের সময় পরলেও ২৩ বছর বয়সী পাকিস্তানি পেসার বোলিং করেছেন মাস্ক খুলেই।
৬ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে