বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৯:৫৬

বিপিএলের ফাইনালে যাওয়ার জন্য প্রথমেই দুই শেয়ানের লড়াই, কে জিতবে?

বিপিএলের ফাইনালে যাওয়ার জন্য প্রথমেই দুই শেয়ানের লড়াই, কে জিতবে?

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।  ৪২ ম্যাচের গ্রুপ পর্ব শেষে প্লে অফে লড়াইয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। আর বিপিএলের ফাইনালে যাওয়ার জন্য প্রথমেই দুই শেয়ানের লড়াই।

তবে এবারের টুর্নামেন্টে বাংলাদেশি বোলাররা আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ ছয় উইকেটশিকারির সবাই বাংলাদেশি। অনেকদিন ধরেই সেরা উইকেটশিকারির তালিকায় এক নম্বরে ছিলেন আবু জায়েদ রাহি। তবে শেষ কয়েকটি ম্যাচে দারুণভাবে ফিরে এসেছেন সাকিব আল হাসান।  

১৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সাকিব।  রাহির উইকেটসংখ্যা ১৮টি।  মোহাম্মদ সাইফুদ্দিন (১৫), আবু হায়দার রনি (১৪), তাসকিন আহমেদ (১৪) ও মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ১৩ উইকেট। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি ও হাসান আলী। দুজনেই নিয়েছেন ১২টি করে উইকেট।

আজ বিরতির পর আগামীকাল থেকে শুরু হবে ফাইনালে উঠার লড়াই। ঠিক দুপুর তথা দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে নামবে মাহমুদুল্লাহর খুলনা ও মাশরাফির রংপুর। এই দুই শেয়ানের লড়াইয়ে কে জিতে তা নিয়ে আগ্রহের শেষ নেই।

অন্যদিকে সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে তামিমের কুমিল্লা ও সাকিবের ঢাকা। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৭ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে