বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:০২:৩৮

এই শতাব্দীর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার মুজিব জাদরান

এই শতাব্দীর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার মুজিব জাদরান

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট পেরিয়ে এসেছে ৪৬ বছরের দীর্ঘ পথ।  অনেক রথী-মহারথীই দেখেছে এই ফরম্যাটের ক্রিকেট।  সে তুলনায় শিশু টি-টুয়েন্টি ক্রিকেট।  এই ফরম্যাটেও রাজত্ব করছেন ওয়ানডের তারকারাই।  

এখন আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলেন তাদের সবারই জন্ম বিংশ শতকের আশি কিংবা নব্বইয়ের দশকে।  তবে এখানেই অনন্য আফগানিস্তানের যুবা ক্রিকেটার মুজিব জাদরান।  ১৬ বছর বয়সী এই ডানহাতি স্পিনারের ওয়ানডে অভিষেক হয়েছে মঙ্গলবার আয়ারল্যন্ডের বিপক্ষে।  আন্তর্জাতিক ক্রিকেটে এখন তিনিই একমাত্র পুরুষ ক্রিকেটার যার জন্ম হয়েছে একবিংশ শতাব্দীতে।

২০০১ সালের ২৮ মার্চ আফগানিস্তানের খোস্টে জন্ম জাদরানের।জাদরান আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ জাতীয় দলকে কিছুদিন আগেই জিতিয়েছেন এশিয়া কাপ।  ডানহাতি অফস্পিনে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিয়েছেন বারবার।  ৫ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন সিরিজসেরা খেলোয়াড়।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একটি ম্যাচ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।ওয়ানডে অভিষেকেও দারুণ বোলিং করেছেন জাদরান। ১০ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।  প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেয়ার অভ্যাসটা ধরে রেখেছেন বড়দের আন্তর্জাতিক ক্রিকেটে এসেও।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে