সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫১:৩১

মুশফিককের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারন ফাঁস করে দিলেন সুজন

মুশফিককের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারন ফাঁস করে দিলেন সুজন

স্পোর্টস ডেস্ক: গতকাল অনেকটা হুট করেই বাংলাদেশের টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয় মুশফিককে। আর সাথে সাথেই নতুন অধিনায়ক হিসেবে ঘোষনা করা হয় সাকিবের নাম।  তবে ঠিক কি কারনে মুশফিকের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় সেটা ঠিক স্পষ্টভাবে বলেননি পাপন। কিন্তু সেই কারণটিই মিডিয়ার সামনে সরাসরি বলে দিলেন সুজন।

সুজন বলেন ,'দক্ষিণ আফ্রিকায় কিছু সিদ্ধান্ত ছিল খুবই বিতর্কিত, যেটা আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হয়েছে। যেটাতে অনেকগুলা যদি বা কিন্তু ছিল ।  কিন্তু বাংলাদেশ কেন টসে জিতে ব্যাটিং বা বোলিং করবে, সেটা নিয়ে এরকম দ্বিধা থাকতে পারে না। এটা পরিষ্কার থাকতে হবে।

এরকম যখন দোনোমনা, এটা ম্যানেজমেন্টের ডিসিশন না অধিনায়কের। এটা যখন পরিস্কার হতে পারি না তখন এটা বিতর্কিত। আমার মনে হয় আমরা এরকম বিতর্কের মধ্য দিয়ে যেতে চাইনি। আমি সব সময় বলি সব সময় মাঠের পারফরম্যান্স সবকিছু না। অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। '

সুজন আরো বলেন ,' মুশফিক আমাদের দলের একজন গূরতবপূর্ন ব্যাটসম্যান। সে আমাদের দলের একজন ভাইটাল ব্যাটসম্যান। এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই।  তবে ক্রিকেটে একটি কথা আছে অনফিল্ড এ্যান্ড অফ দি্য ফিল্ড।  তাই এই ব্যাপারটা মুশফিকের মাথায় থাকা উচিত ছিলো। '
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে