সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৯:১৭

জয়ের পরও একটি ভুলের কথা জানালেন মাশরাফি

জয়ের পরও একটি ভুলের কথা জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ড়িয়ে খুড়িয়ে শেষ চার নিশ্চিত করেও অবশেষে বিপিএল ২০১৭ এর ফাইনালে শিরোপার অন্যতম দাবিদার মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমের কুমিল্লাকে ৩৬ রানে হারিয়ে প্রথম বারের মতো ফাইনাল নিশ্চিত করলো রংপুর।

অন্যদিকে বিপিএলের পাঁচ আসরের চারটিতে ফাইনালে খেলছে মাশরাফির নেতৃত্বাধীন দল। এর আগে ২০১২ ও ২০১৩ সালে ঢাকা গ্লাডিয়ের্টসকে (বর্তমান ঢাকা ডায়নামাইটস) চ্যাম্পিয়ন করেছেন মাশরাফি এবং ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বেই প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।

পঞ্চম আসরে সেই মাশরাফির নেতৃত্বেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে রংপুর। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আজ ম্যাককালাম ও চার্লস অসাধারন খেলেছে। আমার বিশ্বাস ছিল তারা ঘুরে দাঁড়াবে। ফিল্ডিংয়ে আমাদের কিছু ভুল করেছি। আশা করি ফাইনালে আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

এর আগে চার্লসের সেঞ্চুরি ও ম্যাককালামের ৭৮ রানে ভর করে ১৯২ রান করে রংপুর। জবাবে রুবেল, মাশরাফি, গাজী , উদানাদের বোলিং তোপে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা। রুবেল ৩টি ও উদানা ২টি করে ইউকেট নেয়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে