মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০৫:০১:০৮

বিপিএলে যে একটি রেকর্ডের মালিক শুধুই মাশরাফি

বিপিএলে যে একটি রেকর্ডের মালিক শুধুই মাশরাফি

স্পোর্টস ডেস্ক: অনেক নাটকীয়তার পর দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনাল নিশ্চিত করলো মাশরাফি মর্তুজার রংপুর রাইডার্স। এ পর্যন্ত অধিনায়ক হিসেবে বিপিএলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছেন তিনি ও তার দল।  ফলে এই রেকর্ডের মালিক বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফিই।  

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চতুর্থবারের মতো ফাইনাল খেলতে নামবে তার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স, প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।  প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রথম ফাইনালের টিকিট পায় ঢাকা।

এর আগে বিপিএলের চারটি আসরের তিনটিতেই ফাইনাল খেলে মাশরাফির দল।  এবং চ্যাম্পিয়ন হয় তিনবার।  আর শুধু চতুর্থ আসরে ফাইনালে পৌঁছাতে পারেনি মাশরাফির দল।  চ্যাম্পিয়ন হয় সাকিবের নেতৃত্বাধীন ঢাকা।
এমটি নিউজ/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে