মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৭:৪৬

৪ উইকেট হারিয়ে মহাবিপদে ঢাকা- মাশরাফিদের অগ্নিঝরা বোলিং

৪ উইকেট হারিয়ে মহাবিপদে ঢাকা- মাশরাফিদের অগ্নিঝরা বোলিং

স্পোর্টস ডেস্ক: অবশেষে আজ ১২ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বপ্নের ফাইনালে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।  আর এ ম্যাচে যে জিতবে সেই হবে এ আসরের শিরোপা জয়ী দল।

আর এ স্বপ্নের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।  জবাবে ব্যাট করতে নেমে জ্বলে উঠতে পারেননি চার্লস।  শুরুতেই মাত্র ৩ রান করে সাকিবের বলে তাকে ক্যাচ দিয়ে ফেরেন চার্লস।  তবে ব্যাট হাতে জ্বলে উঠেন গেইল-ম্যাককালাম জুটি।

৬৯ বলে ১৮ ছয় ও ৫ চারে ১৪৬ রানে অপরাজিত ছিলেন গেইল এবং ৪৩ বলে ৩ ছয় ও ৪ চারে ৫১ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম।  ফলে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় লক্ষ্য গড়ে রংপুর রাইডার্স।

শিরোপার স্বাদ পেতে ২০৭ করতে হবে ঢাকাকে।  জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে ঢাকা।  রানের খাতা না খুলেই মাশরাফির বলে এলবিডব্লিও হয়ে সাঝঘরে ফেরেন মেহেদী মারুফ।  এরপর সোহাগ গাজীর বলে নাহিদুলকে ক্যাচ দিয়ে ০ রানেই ফেরেন ডেনলি।  এরপর সেই সোহাগের বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে ১৫ রানে ফেরেন লুইস। এরপর ৫ রান করে গেইলকে ক্যাচ দিয়ে রুবেলের বলে ফেরেন পোলার্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান।
এমটি নিউজ/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে