মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৪:২৯

টি-২০ ম্যাচে ঝড়ো সেঞ্চুরিতে গেইলের ১১ হাজার রান

টি-২০ ম্যাচে ঝড়ো সেঞ্চুরিতে গেইলের ১১ হাজার রান

স্পোর্টস ডেস্ক: নিজেকে ছাপিয়ে যাওয়ার এক সেঞ্চুরিতে দারুণ কিছু রেকর্ডে পা রেখেছেন ক্রিস গেইল। বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছয় (১৮) ও টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৪৬*) খেলার দিনে টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম প্রতিনিধি হিসেবে ছুঁয়ে ফেলেছেন ১১ হাজার রানের মাইলফলক।

চলতি বছরের এপ্রিলে আইপিএল ম্যাচে ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক। বিপিএলের ফাইনালে এসে রংপুর রাইডার্সের উদ্বোধনী পূর্ণ করলেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ হাজার রান। সঙ্গে অভিজাত এই ক্লাব খুলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা ‘সিক্স মেশিন’ গেইল।

বিপিএল শুরুর আগে গেইলের রান ছিল ১০,৫৭১। ১১ হাজার পূর্ণ করতে দরকার ছিল ৪২৯ রান। বিপিএলে আগের চার মৌসুমে গেইলের ব্যাটিং গড় ছিল ৫৪.১৬। তাতেই আশাটা বেড়েছিল। মিরপুরে তিন ম্যাচে দুই শতক ছুঁয়ে করে ফেললেন সেটিও।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২০ ম্যাচে এখন ১১,০৩৬ টি-টুয়েন্টি রান এখন গেইলের। যাতে ৬৭টি ফিফটি আর সেঞ্চুরি ২০টি। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৭৫ রানের।

গেইল ছাড়া টি-টুয়েন্টিতে ৯ হাজার রানই পূর্ণ করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ব্রেন্ডন ম্যাককালামের ৮৫২৬, বিপিএলের ফাইনালেই ম্যাচেই গেইলের সঙ্গে ২০১ রানের জুটি গড়েছের কিউইদের সাবেক অধিনায়ক। অপরাজিত ছিলেন ৫১ রানে। তাতে রংপুর ২০ ওভারে ২০৬ রান তুলে সাকিবের ঢাকাকে শিরোপার স্বপ্নের পথে বড় চ্যালেঞ্জের মুখেই ফেলেছে।
এমটি নিউজ/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে