মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৪:০১

৪ বার বিপিএল শিরোপা জিতে ইতিহাস সেরা অধিনায়ক হলেন মাশরাফি

৪ বার বিপিএল শিরোপা জিতে ইতিহাস সেরা অধিনায়ক হলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পঞ্চম আসরে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মাশরাফি বিন মুর্তজা। এই নিয়ে চারবার বিপিএলের শিরোপা জিতেছেন মাশরাফি। যা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আর কোন অধিনায়ক এই রেকর্ড গড়তে পারেননি।

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফি। দ্বিতীয় আসরেও গ্ল্যাডিয়েটর্স মাশরাফির নেতৃত্বে শিরোপা জিতে গ্ল্যাডিয়েটর্স। সেবার সাকিব খেলেছিলেন মাশরাফির দল গ্ল্যাডিয়েটর্সে। এরপর তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েই বাজিমাত করেন মাশরাফি। নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে এনে দেন শিরোপা। সাকিব গত আসরে শিরোপা জেতান ঢাকা ডায়নামাইটসকে।

আজ মঙ্গলবার বিপিএল ফাইনাল ম্যাচে সাকিবের ঢাকাকে হারিয়ে মোট চার বার শিরোপা জয়ী সেরা অধিনায়ক হিসেবে স্বাদ গ্রহণ করেন মাশরাফি। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কই বার বার শিরোপা জেতেন, এমন নজির কোথাও নেই! আজ ক্রিকেটবিশ্বকে সেই নজিরই দেখেছেন কোটি বাঙালির আস্থার প্রতীক মাশরাফি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে