মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৯:৩৫

গেইলের একার চেয়ে মাত্র তিন রান বেশি ঢাকার!

গেইলের একার চেয়ে মাত্র তিন রান বেশি ঢাকার!

স্পোর্টস ডেস্ক: গেইলের একার চেয়ে মাত্র তিন রান বেশি করতে পেরেছে ঢাকা ডাইনামাইটসের সব ব্যাটসম্যান। রংপুর রাইডার্সের ক্রিস গেইল একাই করেন ১৪৬ রান।
ঢাকা ডায়নামাইটসের সবাই মিলে করলেন ১৪৯ রান।  

২০৭ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ঢাকার ইনিংস। এক জহুরুল ইসলাম ছাড়া কোনো ব্যাটসম্যান ফিফটির দেখাও পেলেন না।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮টি ছক্কা মারেন রংপুর রাইডার্সের গেইল। ফলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। অবশ্য নিজের রেকর্ড ভেঙ্গেই নয়া বিশ্বরেকর্ডের জন্ম দিলেন গেইল।

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ২০১৩ সালে করেছিলেন গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। আজ ছক্কায় রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছক্কার পাশাপাশি ৫টি চারও মারেন তিনি।  
এমটি নিউজ/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে