বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭:৫১

সোনার চেয়েও বেশি দাম ক্রিস গেইলের!

 সোনার চেয়েও বেশি দাম ক্রিস গেইলের!

স্পোর্টস ডেস্ক: আরো একবার বিস্ফোরক ব্যাটিং দেখালেন ক্রিস গেইল। আর এতে তিনি ভেঙে দিলেন একগাদা রেকর্ড। গতকাল ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে ইনিংস শেষে ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।

সোনার চেয়েও বেশি দাম ক্রিস গেইলের, সত্যিই! গেইলের ওজনের পরিমান সোনার যে দাম তার চেয়ে ইতিহাস সেরা এই ইনিংসের দাম আরও বেশি।

অন্যপ্রান্তে ৫১ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন ম্যাককালাম। এতে ২০৬/১ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা মাঠে ইনিংসের দ্বিতীয় উইকেটে গেইল-ম্যাককালাম গড়েন ২০১ রানের জুটি।

পাঁচবারের বিপিএল ফাইনালে দলীয় ২০০ রানের প্রথম ঘটনা এটি। আর আসরের ইতিহাসে জুটিতে ২০০ রানেরও এটি প্রথম ঘটনা। গতকাল ফাইনালে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাট হাতে হার না মানা ১০৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। তবে ফাইনালে অল্পতেই উইকেট খোয়ান রংপুর রাইডার্সের এ ক্যারিবীয় ওপেনার। গতকাল ব্যক্তিগত ৩ রানে ঢাকা ডায়নামাইটসের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জনসন চার্লস। তবে ফিল্ডিংকালে ঢাকা ডায়নামাইটসের উল্লাসের সেখানেই শেষ। পরের ১৮.১ ওভার ঢাকা ডায়নামাইটসের তারকারা ব্যস্ত ছিলেন সীমানার বাইরে থেকে বল কুড়াতে। এ সময় জুটিতে ক্রিস গেইল ও ম্যাককালাম সাকুল্যে হাঁকান ৯টি চার ও ২১টি ছক্কা। চলতি আসরে এটি গেইলের দ্বিতীয় সেঞ্চুরি। আর এক ম্যাচের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন তিনি। গতকাল ৫৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। আসরের এলিমিনেটর ম্যাচে ৫১ বলে হার না মানা ১২৬ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল।
আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে শিরোপাধারী ঢাকা ডায়নামাইটস। আর এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে যথাক্রমে খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালে পৌঁছে রংপুর রাইডার্স। আর টানা দুই ম্যাচে ব্যাট হাতে পৃথক সেঞ্চুরি হাঁকান রংপুর রাইডার্সের ক্যারিবীয় দুই ওপেনার ক্রিস গেইল ও জনসন চার্লস।  
বিপিএলে ১০০০ ক্যারিয়ারে ১১০০০
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১০০০ রান পূর্ণ হলো ক্রিস গেইলের। গতকাল ইনিংস শেষে ৩১৭ ম্যাচের ক্যারিয়ারে গেইলের সংগ্রহ দাঁড়ালো ১১০৫৬। টি-টোয়েন্টি ইতিহাসে ১০০০০ রানের কীর্তি নেই কোনো ব্যাটসম্যানের। গতকাল ইনিংস শেষে আসরে ১০০০ রানও পূর্ণ হলো গেইলের। বিপিএল ইতিহাসে ১০০০ রানের ল্যান্ডমার্ক ছোঁয়া দ্বিতীয় বিদেশি ব্যাটসম্যান তিনি। এমন কৃতিত্ব রয়েছে আর কেবল ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ক্রিস গেইলের এটি ২০তম সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে সর্বাধিক ১৪০০ রানের কীর্তি স্বদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের। আর বিপিএল ইতিহাসে এটি গেইলের পঞ্চম সেঞ্চুরি। আসরে একটির বেশি সেঞ্চুরির কৃতিত্ব নেই কোনো খেলোয়াড়ের। বিপিএলে দ্রুততম ১০০০ রানের কীর্তিও গেইলের। আসরে ২৬ ইনিংসে গেইলের সংগ্রহ ১১৩৫ রান।  
ছক্কার সেঞ্চুরি
বিপিএল ইতিহাসে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। চলতি আসরে এলিমিনেটর ম্যাচে সাব্বির রহমানের রেকর্ড ভেঙেছিলেন গেইলই। ওই ম্যাচে ১২৬ রানের হার না মানা ইনিংস খেলেন গেইল। গত আসরে রাজশাহী কিংসের ব্যাট হাতে ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। গতকাল ফাইনালে ব্যাট হাতে ইনিংসে ১৮টি ছক্কা হাঁকান ক্রিস গেইলের বিপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড এটি। আগের রেকর্ডে এবারের এলিমিনেটর ম্যাচে গেইল হাঁকিয়েছিলেন ১৪টি ছক্কা। পাঁচবারের বিপিএলে ক্রিস গেইলের পূর্ণ হলো ছক্কার সেঞ্চুরিও। আসরে গেইলের ছক্কার সংখ্যাটা দাঁড়ালো ১০৭-এ। বিপিএলে দ্বিতীয় সর্বাধিক ৪৭টি ছক্কা রয়েছে সাব্বির রহমানের।
জুটিতে প্রথম ২০০
ফাইনালে অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি গড়লেন গেইল-ম্যাককালাম। পাঁচবারের বিপিএল ইতিহাসে জুটিতে ২০০ রানের প্রথম ঘটনা এটি। আগের রেকর্ডটি রচিত হয় ২০১৩’র আসরে। সেবার রাজশাহী কিংসের বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের ব্যাট হাতে অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি গড়েন কিউই ব্যাটসম্যান লো ভিনসেন্ট ও স্বদেশি তারকা শাহরিয়ার নাফিস। এবারের বিপিএলে সর্বাধিক ৪৮৫ রানের কৃতিত্বটা ক্রিস গেইলেরই। আসরে ৪০০ রানের কৃতিত্ব নেই আর কোনো ব্যাটসম্যানের। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় ওপেনার এভিন লুইসের সংগ্রহ দ্বিতীয় সর্বাধিক ৩৯৬ রান। আসরের ১১ ম্যাচে গেইল হাঁকালেন সর্বাধিক ৪৭টি ছক্কা। লুইস ছক্কা হাঁকিয়েছেন ২৭টি।

গেইলের পাঁচ সেঞ্চুরি
রান     বল     ৪/৬     দল     প্রতিপক্ষ     সাল
১৪৬*     ৬৯     ৫/১৮     রংপুর     ঢাকা     ২০১৭
১২৬*     ৫১     ৬/১৪     রংপুর     খুলনা     ২০১৭
১১৪     ৫১     ৫/১২     ঢাকা     সিলেট     ২০১৩
১১৬     ৬১     ৬/১১     বরিশাল     ঢাকা     ২০১২
১০১*     ৪৪     ৭/১০     বরিশাল     সিলেট     ২০১২
৯২*     ৪৭     ৬/৯     বরিশাল     চিটাগং     ২০১৫
১৩ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে