বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৪:১২

মাশরাফির মত একজন যোদ্ধার হার দেখার চেয়ে নিজের পছন্দের দলের হার দেখা ভালো

মাশরাফির মত একজন যোদ্ধার হার দেখার চেয়ে নিজের পছন্দের দলের হার দেখা ভালো

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে মোট সাতটি দল অংশ নিয়েছে। এর মধ্যে হেভিওয়েট ঢাকা কুমিল্লার সাথে শেষ চারে উঠেছে মাশরাফির রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। এই চার দল থেকে আবার ঢাকা নিশ্চিত করেছে ফাইনাল। খুলনার বিদায় নিশ্চিত করার পর এবার ফাইনাল আর বিদায়ের মাঝে আছে কুমিল্লা ও রংপুর রাইডার্স।

এদিকে বিপিএলের প্রতিটা ম্যাচেই দেখা যায় নিজ নিজ দলের প্লেয়ারদের সাপোর্ট করছে সবাই। প্রতিপক্ষের ব্যাটসম্যান আউট হলে উল্লাস করছে কিংবা চার ছক্কা মারলে আফসোস করছে। নিজের সাপোর্ট করা দলটিকে উৎসাহ দিচ্ছে। কিংবা অনেক সময় ধৈর্য্যের বাদ ভেঙ্গে গেলে গোষ্ঠিও উদ্ধার করছে।

কিন্তু এবারের বিপিএলে সবকিছু থেকে একমাত্র ব্যতিক্রম দল রংপুর রাইডার্স। নিজের পছন্দ করা দলের বিপক্ষেও যদি মাশরাফির আগুন ঝড়ানো বোলিং করে তাহলেও দর্শকরা আনন্দ করেছে। মাশরাফির ব্যাট থেকে ছক্কা চারের মার আসলে সাবাশ মাশরাফি বলে উৎসাহ দিয়েছে।

কিন্তু মজার ব্যাপার হল রংপুরের সাপোর্টাররা তো করেছেই, বিপক্ষ সাপোর্টাররাও মাশরাফিদের জয়ে আনন্দ করেছে। মাশরাফির দলের বিপক্ষের হারের পরও যেন বিষাদ ছুয়ে যায়নি কাউকে। কারণ প্রতিপক্ষ দলে যে ম্যাশ আছে।

তাকে হারতে দেখাটাই যে সবচেয়ে কষ্টকর। ম্যাশের মত একজন যোদ্ধাকে হারতে দেখার চেয়ে নিজের সাপোর্ট করা দল হারলেও যেন খুশি হয় দর্শকরা। এ যেন ম্যাশের প্রতি অন্যরকম ভালোবাসা। কারন ম্যাশ তো বছর বছর আসেনা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে