বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৭:৫২

ক্রাইস্টচার্চে ব্যাট হাতে ঝড় তুললেন বিতর্কিত স্টোকস

ক্রাইস্টচার্চে ব্যাট হাতে ঝড় তুললেন বিতর্কিত স্টোকস

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন পানশালার বাইরে মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বাদ পড়া বির্তকিত খেলোয়াড় বেন স্টোকস। ওটাগোর বিপক্ষে চার নম্বরে ব্যাট হাতে নেমে ৪৭ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্যান্টারবুরির স্টোকস।  

গত সেপ্টেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর পানশালার বাইরে মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস। এরপর জাতীয় দলে নিষিদ্ধ হন তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে বিবেচিত হননি স্টোকস। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্টোকসকে স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জাতীয় দল থেকে বাদ পড়ে নিউজিল্যান্ডের ঘরোয়া আসরে খেলতে চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডে পা রাখেন স্টোকস। এরপর তিনটি লিস্ট ‘এ’র ম্যাচ খেলেন তিনি। তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি স্টোকস। ব্যাট হাতে ৩৬ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ১ উইকেট নেন তিনি।  

লিস্ট ‘এ’তে নিজেকে মেলে ধরতে না পারলেও, টি-২০ ফরম্যাটে জ্বলে উঠলেন স্টোকস। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যান্টারবুরি। চতুর্থ দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে যাবার সুযোগ পান স্টোকস। এরপর প্রতিপক্ষের বোলারদের উপর ঝড় বইয়ে দেন তিনি। ৬টি চার ও ৭টি ছক্কায় ৪৭ বলে ৯৩ রান করেন স্টোকস। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ২১৭ রানের সংগ্রহ পায় ক্যান্টারবুরি। নির্ধারিত ওভারের ২ বল বাকী থাকতে আউট হন স্টোকস। জবাবে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় ওটাগো। বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন স্টোকস।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে