বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ১০:১৬:৪১

চারদিনের টেস্টে প্রতিদিন ৯৮ ওভার

চারদিনের টেস্টে প্রতিদিন ৯৮ ওভার

স্পোর্টস ডেস্ক: পাঁচ দিনের রস-কষহীন টেস্ট ক্রিকেটের বদলে নতুন আমেজ দিতে চলেছে চারদিনের টেস্ট। অনেকটা পরীক্ষামূলকভাবেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যে চারদিনের টেস্ট। আসন্ন এই টেস্টে প্রতি দিন গড়ে ৯৮ ওভারের মত খেলা হওয়ার কথা। এমনিতে পাঁচদিনের টেস্টে দিনে ৯০ ওভার খেলা হয়। একদিন কমিয়ে আনার কারণে যে ওভারগুলো ঘাটতি হবে, সেগুলো পূরণ করতেই ৯৮ ওভার করে খেলার সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে পোর্ট এলিজাবেথে শুরু হবে পরীক্ষামূলক এই টেস্ট ম্যাচটি। আবার ম্যাচটি হবে দিবা-রাত্রির। ৮ ওভার করে বেশি খেলা হলেও তিন সেশনেই খেলা হবে। সর্বনিম্ন ২ ঘণ্টা এবং সর্বোচ্চ আড়াই ঘণ্টার করে হবে প্রতিটি সেশন। প্রথম সেশন শুরু হবে দুপুর ১.৩০টা থেকে ৩.৪৫টা পর্যন্ত। এরপর টি ব্রেক। চলবে ৪.০৫টা পর্যন্ত। দ্বিতীয় সেশন ৪.০৫টা থেকে শুরু করে চলবে ৬.২০টা পর্যন্ত। এরপর হবে ডিনার ব্রেক। ৬.২০টা থেকে ৭টা পর্যন্ত ব্রেকের পর আবার শুরু হবে খেলা। চলবে রাত ৯টা পর্যন্ত।

ফলোঅনের নিয়মেও পরিবর্তন আনছে চারদিনের টেস্ট। পাঁচদিনের টেস্টে ২০০ রান এগিয়ে থাকলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে দল। চারদিনের টেস্টে সেটা ১৫০ রান হলেই হবে। ফলোঅন করাতে পারবে এগিয়ে থাকা দল।

প্রতি সেশন হবে কমপক্ষে দুই ঘন্টার। সর্বোচ্চ আড়াই ঘন্টা। পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্টটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা, শেষ হবে রাত নয়টায়। নির্ধারিত ৯৮ ওভার শেষ করতে ফিল্ডিং দলকে অতিরিক্ত ৩০ মিনিট দেয়ার নিয়ম রয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে