শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ১০:৪২:৩৪

এবার জাদেজার ব্যাটে ছয় ছক্কা

এবার জাদেজার ব্যাটে ছয় ছক্কা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ওয়ানডে দলের বাইরে থাকা রবীন্দ্র জাদেজা আন্তঃজেলা টি-টুয়েন্টি টুর্নামেন্টে এক ওভারে ছয়টি ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন। এর আগে ভারতের আরেক তারকা যুবরাজ সিং টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন।

এই বছরের শুরুতে ওডিআই দল থেকে বাদ পড়েন জাদেজা। তারপর মৌসুমের প্রথম রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেন। ভারত যখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলছে, ঠিক তখন আরেকবার আলোচনায় আসলেন প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরির মালিক।

আন্তঃজেলা টি-টুয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী দিনে জাদেজা আসর মাতিয়ে দিলেন। এদিন জামনগরের হয়ে ৬৯ বলে ১৫৪ করেন তিনি। তার দলের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ২৩৯। জাদেজার এমন ব্যাটিংয়ের দিনে তার দল আমরেইলের বিপক্ষে ১২১ রানের জয় পেয়েছে।

ওপেনে ব্যাট করতে নেমে জাদেজা ১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। ইনিংসের ১৫তম ওভারে অফস্পিনার নিলম ভামজাকে ছয়টি ছয় মারেন। জাদেজা ১২০ রানই করেন বাউন্ডারি হাঁকিয়ে, ১৫টি চার আর দশটি ছয়ে। এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। জাদেজার জামনগর পরবর্তী ম্যাচ খেলবে রোববার।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে