রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৬:১৩

শীর্ষে আফ্রিদি, লড়াই হাসান আলীসহ ৪ পাকিস্তানির

শীর্ষে আফ্রিদি, লড়াই হাসান আলীসহ ৪ পাকিস্তানির

স্পোর্টস ডেস্ক: একটি অর্ধশতকের জন্য ৪৬ লাখ টাকা দামের আকর্ষনীয় রোলেক্স ঘড়ি।  একটি শতকের জন্য দুবাইয়ে স্টুডিও অ্যাপার্টমেন্ট। যার মূল্য সংযুক্ত আরব আমিরাতের মুদ্রায় ৫ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৭০৭ টাকা। এছাড়া প্রতিটি ম্যাচে সর্বোচ্চ ছক্কা, সর্বোচ্চ বাউন্ডারি, সর্বোচ্চ উইকেট, এমনকি একটি ক্যাচেরও জন্যও রয়েছে হচ্ছে লক্ষ-কোটি টাকা।

আর এমনটাই হচ্ছে ক্রিকেটের নতুন সংস্কর টি-১০ লিগে। আসলে নতুন যুগে প্রবেশ করল ক্রিকেট। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছে টি-টেন লিগের। আর আসরটির পর্দা নামবে রোববার (১৭ ডিসেম্বর)।

চলুন আজ জেনে নিই নতুন সংস্করণের সংক্ষিপ্ত আসরটিতে উইকেট সংগ্রহের তালিকা কারা এগিয়ে রয়েছেন। এর আগে গোনিউজের কল্যাণে আপনারা জানতে পেরেছেন আসরটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর ১০ জনের তালিকা।  

শারজাহতে অনুষ্ঠিত মার-কাটারির লিগটিতে উইকেটে শীর্ষস্থান দখলে লড়াই চলছে চার পাকিস্তানির মধ্যে। তারা হলেন,শহীদ খান আফ্রিদি, হাসান আলী, আনোয়ার ও আইমানের মধ্যে। তারা সবাই চার উইকেট করে সংগ্রহ করেছেন। তবে এভারেজ-রান রেট ও ইকোনমিক রান রেট ভিত্তিতে এগিয়ে ফাখতুনসের ক্রিকেটার শহীদ আফ্রিদি।

এ তালিকায় দ্বিতীয়তে দ্বিতীয়তে রয়েছেন টিম শ্রীলঙ্কার বোলার ফার্নান্দে। তিন ম্যাচ বল ঘুরিয়ে ৪ উইকেট সংগ্রহ করেছেন তিনি। আর তৃতীয়তে আমের আইমান, চতুর্থতে আনোয়ার আলী ও পঞ্চমে হাসান আলী।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে