সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪২:১৩

আজব ঘটনা, কোনো বল না খেলেই আউট হলেন সাকিব

আজব ঘটনা, কোনো বল না খেলেই আউট হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে রবিবার সেমিফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে নেমে কোনো বল না খেলেই সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। সে এক আজব ঘটনা। ইনিংসের নবম ওভারের চতুর্থ বলে আউট হন কাইরন পোলার্ড। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ছিলেন নন স্ট্রাইক প্রান্তে। স্ট্রাইক প্রান্তে ছিলেন নিকোলাস পুরান। বোলিংয়ে ছিলেন মোহাম্মদ সামি। ওভারের পঞ্চম ডেলিভারিটি অনসাইডে ঠেলে দেন নিকোলাস পুরান। পুরান-সাকিব দু’জনই রান নেয়ার ঝুঁকি নেন।

কিন্তু শর্ট স্কোয়ার লেগ থেকে রিলি রুশো দৌঁড়ে গিয়ে বলটি দ্রুত নন স্ট্রাইক প্রান্তে থ্রো করেন। বল সরাসরি গিয়ে স্ট্যাম্পে আঘাত হানে। সাকিব আল হাসান ক্রিজে পৌঁছালেও ব্যাট উঁচু হয়ে ছিল। ফলে, তিনি কোনো বল না খেলে ব্যক্তিগত শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান।

তবে, এই ম্যাচে সাকিব আল হাসানের দল কেরালা কিংস জয় পেয়েছে। মারাঠা অ্যারাবিয়ান্সকে তারা পাঁচ উইকেটে হারিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় সাকিব আল হাসানদের ফাইনাল ম্যাচ।
১৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে