সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৩:৫০

ফুটবল চ্যাম্পিয়নশিপে ৬-০ গোলের বিশাল জয় পেল বাংলাদেশ

ফুটবল চ্যাম্পিয়নশিপে ৬-০ গোলের বিশাল জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নারী কিশোরী ফুটবলের অসাধারন সাফল্য পেয়েছে।  স্বাগতিক বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে নেপালের বিরুদ্ধে।  নিজেদের প্রথম ম্যাচে নেপালের জালে গোল উৎসব করেছেন বাংলাদেশি কিশোরীরা।  হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।  তার হ্যাটট্রিকে ৬-০ গোলের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ।   প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই বলের দখল ছিল বাংলাদেশি কিশোরীদের কাছে।

ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশের হয়ে গোলের খাতা খুলেন মনিচিং চাকমা।  এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অনুচিং মগিনি।  ম্যাচের ৩২ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান তহুরা।  প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলে দেখা পান মগিনি।

ম্যাচের ৬৯  মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা।  এখানেই থামেননি তিনি।  এর তিন মিনিট পর গোল করে হ্যাটট্রিকও করেছেন।  তার হ্যাটট্রিকের সুবাদেই নেপালকে উড়িয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ।   

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলছে ভারত, নেপাল ও ভুটান।  দল কম হওয়ায় খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে।  পয়েন্ট টেবিলের শীর্ষ দুই মুখোমুখি হবে ফাইনালে।  প্রথম ম্যাচে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।  দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত।  মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবেন তহুরা-মনিকারা।  একইদিনে ভারতের প্রতিপক্ষ নেপাল।
১৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে