সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৫০:১৩

টি-টেনে তামিমের ফের ব্যাটিং ঝড়

 টি-টেনে তামিমের ফের ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক: টি-টেন ক্রিকেট লীগে আজ বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে সেমিফাইনালের ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল পাখতুনস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাখতুনস অধিনায়ক শহীদ আফ্রিদি। এখানে তামিমের ফের ব্যাটিং ঝড়।

প্রথম ম্যাচেই ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। ঝড়ো এক ফিফটি করে পাখতুনসকে জিতিয়েছিলেন বাংলাদেশি ওপেনার। গতকাল দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি। ১০ বলে ৮ রান করে আউট হয়েছিলেন। কিন্তু আজ ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেছিলেন তামিম। তবে ঝড়টা বেশি সময় স্থায়ী করতে পারেননি।  

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ৯ বলে ১৭ রান কর আউট হয়েছেন তামিম।  ইনিংসের দ্বিতীয় ওভারে দৌলত জাদরানের উপর চড়াও হয়েছিলেন তামিম।  ওভারের তৃতীয় বলটি বাউন্সার করেছিলেন দৌলত।  দারুণ এক হুক শট খেলে সীমানার বাইরে আছড়ে ফেললেন।

তার পরের বলে অফ সাইট দিয়ে দারণ এক চার। তার পরের বলে লেগ সাইট দিয়ে চার। তৃতীয় ওভারটা পাখতুনসের ওপর ওপেনার আহমেদ শেহজাদ একাই খেললেন। চতুর্থ ওভারে এক বল খেলার সুযোগ পেয়ে এক রান করেন তামিম। ঝামেলাটা গিয়ে হলো পঞ্চম ওভারের তৃতীয় বলে।

রবি বোপারার করা অফসাইটে লাফিয়ে উঠা বলকে সীমানা ছাড়া করতে গিয়ে উমর আকমলের হাতে ধরা পড়লেন তামিম।  তবে তামিম ফিরলেও পাখতুনসের ইনিংসটা আফ্রিদি শেজাদ মিলে এগিয়ে নিয়েছেন দুর্দান্ত গতিতে।

তামিমের ১৭, আফ্রিদির ৪১ এবং সেহজাদের ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে পাখতুনস।
১৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে