সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:২২:৪৫

টি-টেন নিয়ে যা বললেন পাকিস্তানের আমির

টি-টেন নিয়ে যা বললেন পাকিস্তানের আমির

স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টি ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। সবার নজর যে থাকে উইলোবাজদের কাছ থেকে বাহারি সব চার-ছক্কা দেখার। বোলারদের চ্যালেঞ্জটা তাই এখানে অনেক বেশি। আর নতুন আবিস্কার টি-টেন লিগে সেই চ্যালেঞ্জ তো বেড়ে যায় আরো অনেক। তবে এর মধ্যে কোন বোলারের আগুনে নৈপুন্য নজর কাড়তে বাধ্য।

এমন কি টি-টেনে বোলিংয়ের অভিজ্ঞতা টি-টুয়েন্টির নৈপুন্য বাড়াতেই নাকি কার্যকরি। কথাটা উড়িয়ে দেওয়ার মতো কারো নয়। পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির মনে করেন এমনই। টি-টেনে বোলিং বোলারদের স্কিল বাড়াতে বড় ভূমিকা রাখবে এমনটাই মত আমিরের।

.টি-টেনে ব্যাটসম্যানরা প্রায় সব বলেই রান নিতে মুখিয়ে থাকে। সেখানে কোন বোলারের ডটবলকে দারুণ কৃতিত্বের বলতেই হবে। আমির সেই দিকটি উল্লেখ করেই বলছেন, ‘অনেক বেশি ডটবল করতে পারলে আপনি ভালো আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন। যদি আপনি টি-টেন ক্রিকেটে বেশি রান খরচা না করেন, টি-টুয়েন্টি ক্রিকেটকেও তখন আপনার বেশ বড় ফরম্যাট মনে হবে।’ টি-টেন যে অনেক বেশি চাপের খেলা সেটিও অবশ্য মেনে নিচ্ছেন আমির, ‘এটা অনেক বেশি চাপের খেলা। যদি আপনি এখানে ভালো করেন তবে টি-টুয়েন্টি ক্রিকেটকে আপনার চাপ মনে হবে না। এই দিক থেকে এটি বোলারদের জন্য মজার খেলা।’

আরব আমিরাতে বসা এই টি-টেন লিগের নিলাম অনুষ্ঠিত হয়েছিল নভেম্বরে। যেখানে আমিরই প্রথম খেলোয়াড় যাকে বেছে নিয়েছিল কোন ফ্র্যাঞ্চাইজি। মারাঠা অ্যারাবিয়ানসের হয়ে খেলছেন আমির। চার দিনের টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও এলিমেনিটর মিলিয়ে ৩ ম্যাচে ৬ ওভার বল করেছেন আমির। এই তিন ম্যাচে ১ উইকেট নিয়েছেন তিনি। তবে তার ইকোনমিরেট ছিল ৮.৮৩। মারাঠাকে সেমিতে তুলতে যা বড় ভূমিকার রেখেছে। রাতে টি-টেন লিগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে