সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৬:২২

ভারতের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ার কারণ কী? এই গোপন কারণটি অনেকেই জানে না!

ভারতের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ার কারণ কী? এই গোপন কারণটি অনেকেই জানে না!

স্পোর্টস ডেস্ক: টেস্টের পর ওয়ানডে সিরিজেও ভারতের জয়ের ধারা অব্যাহত থেকেছে। ধর্মশালায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে হার মেনেছিল রোহিত শর্মার ভারত। কিন্তু বাকি দুটো ম্যাচে দারুণভাবে ফিরে এসে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ‘টিম ইন্ডিয়া’।

ভারতের এই সিরিজ জয়ের কারণ কী? ক্রিকেটভক্তরা বলতে পারেন, এই শ্রীলঙ্কা শক্তিহীন। আগের সেই শ্রীলঙ্কা আর এখনকার শ্রীলঙ্কার মধ্যে জমিন-আসমান পার্থক্য। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতে নিয়েছে ভারত।

সিরিজে ঘুরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের অব্যবহিত পরে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম ম্যাচের পরে সিরিজে আমাদের প্রত্যাবর্তন দারুণ হয়েছে। প্রথম ম্যাচে হারের পরে বাকি ম্যাচগুলোয় আমরা নিজেদের চরিত্র দেখিয়েছি। আমরা যখনই পরাজিত হই, তার পরের ম্যাচগুলোয় দারণভাবে ঘুরে দাঁড়াই।

ধর্মশালার পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। তার ফলে বড় রান করতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, ধর্মশালার প্রথম ম্যাচ অধিনায়ক হিসেবে আমার কাছে পরীক্ষা ছিল। বোর্ডে আমরা পর্য়াপ্ত রান তুলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে অনেক রান করার ফলে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ পাই। তৃতীয় ম্যাচেও অনেক কিছু পরীক্ষা করার সুযোগ ছিল। অর্থাৎ পিছিয়ে পড়ার পরেই ভারতের আসল মূর্তি ধরা পড়ে। যার কারণেই ভারতের কাছে এতো সহজেই হেরে যায় শ্রীলঙ্কান দল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে