সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৭:৫১

১ হাজার ১ টাকা দিয়ে ৫৭ লাখ টাকার প্লট কিনলেন মিরাজ

১ হাজার ১ টাকা দিয়ে ৫৭ লাখ টাকার প্লট কিনলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: মিরাজের অভিষেকটা হয় অনেকটা হুট করেই।  ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন হয় মিরাজের। আর অভিষেক টেস্টেই ১৯ উইকেট পেয়ে আলো ছড়ান মিরাজ।  আর এরপরেই মিরাজের পরিবারের দারিদ্রতার ছবি মিডিয়াতে আসে।  আর সেটার বিষয়ে অবগত হোন প্রধানমন্ত্রীও।  আর প্রধানমন্ত্রী নির্দেশ দেন মিরাজের বাড়ি স্থাপন করার জন্য।  আর মিরাজের সেই প্লটটির দলিল প্রদান করেন কেডিএর চেয়ারম্যান আহসানুল হক মিয়া।

তিনি বলেন ,'মিরাজকে মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বরের প্লটে ৩ দশমিক ৬ কাঠা জমির দলিল হস্তান্তর করা হয়েছে।  প্লটের বাজারমূল্য ৫৭ লাখ টাকা হলেও মিরাজের পরিবারের কাছ থেকে এক হাজার এক টাকা নেওয়া হয়েছে। '

আর সেই দলিল হাতে পেলেন মিরাজ।  দলিল হাতে পেয়ে মিরাজ বলেন, “প্রধানমন্ত্রী বাড়ি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা রক্ষা করেছেন।  আমি ও আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।  আমি এটি পেয়ে খুবেই আনন্দিত।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে