শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৮:০৮:০৯

৬০ লাখ দাবি করা ক্রিকেটার নাসিরদের বাজার মূল্য ২৫ লাখ

৬০ লাখ দাবি করা ক্রিকেটার নাসিরদের বাজার মূল্য ২৫ লাখ

স্পোর্টস ডেস্ক: তার একার কারণেই প্লেয়ার্স বাই চয়েজের ফর্মুলা আবারও চেপে বসল ক্রিকেটারদের ঘাড়ে। যে ফর্মুলার বিরোধিতা করে এসেছেন ক্রিকেটাররা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আশ্বাস দিয়েছিল প্লেয়ার্স বাই চয়েজের রেওয়াজ উঠে দেয়া হবে।

কিন্তু একজন ক্রিকেটারের আকাশ কুসুম চাহিদার কারণে বাকিদের পারিশ্রমিক বাড়িয়ে নেয়ার পথ বন্ধ হয়ে গেল।ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে ক্রিকেটার ৬০ লাখ টাকা দাবি করেছেন সেই ক্রিকেটারের মূল্য বিসিবি নির্ধারণ করেছে ২৫ লাখ। ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় আসরে প্লেয়ার্স ড্রাফটে ‘আইকন’ গ্রেডে দেশের সেরা ৫ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

 আইকন ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।ঢাকা লিগের প্লেয়ার্স ড্রাফটের খেলোয়াড় তালিকা বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস।

মোট ২২৭ জন ক্রিকেটার আছেন তালিকায়।আগেই বলা হয়েছিল, ‘আইকন’ গ্রেডে থাকবেন ১২ ক্রিকেটার। শীর্ষ ৫ ক্রিকেটার বাদে বাকি ৭ জন আইকন গ্রেডে থাকলেও তাদের পারিশ্রমিক কমিয়ে ধরা হয়েছে ২৫ লাখ। সেই তালিকায় আছেন ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে