শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১:৫৮

'অবশ্যই, সাব্বির সব সময় আগ্রাসী থাকবে'

'অবশ্যই, সাব্বির সব সময় আগ্রাসী থাকবে'

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।  ১৫ই জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের। আর সে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।

কিন্তু কিছুদিন আগেই তার উপর দিয়ে ঝড় বয়ে গেল।  জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন দর্শক লাঞ্ছিত করার অভিযোগ উঠে তার উপর।  আর তার শাস্তি হিসেবে তার বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা, নগদ ২০ লাখ টাকা জরিমানা ও জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি।

তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়েই ভাবছেন তিনি।  আজ সংবাদ মাধ্যমে নিজের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, 'পার্সোনালি আমি ভালোভাবেই প্রস্তুত। যদিও গত কয়েকটা ম্যাচ আমার খারাপ গেছে।  আমি চেষ্টা করেছি, আমার যেটা দুর্বল জায়গা, সেটা শক্ত করার জন্য। ওটা নিয়ে কাজ করেছি।  এখন দেখা যাক, সামনে ম্যাচ আসছে।  ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। '

তিনি আরও বলেন, এটা টেম্পারেমেন্টের ব্যাপার না।  আমার খেলাই আসলে এমন।  আগে যখন তিন নম্বরে খেলতাম, তখন ব্যাপারটা অন্য রকম ছিলো। এখন ছয়-সাত বা পাঁচ-ছয়ে খেলবো।  এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।  আমি যখন যেখানে খেলার সুযোগ পাবো, চেষ্টা করবো পরিস্থিতি অনুযায়ী খেলার।এখন আমি চিন্তা করছি, কখন কিভাবে খেলা উচিত তা নিয়ে।  যদি উইকেটে থাকি, ম্যাচ ফিনিশ করবো। সর্বশেষে ছন্দে ফেরা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, 'হ্যাঁ, অবশ্যই।  সাব্বির আগ্রাসী থাকবে।  সব সময়। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে