শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৫:৫৭

বাংলাদেশে এসেই চ্যালেঞ্জ দিয়ে মাশরাফিদের যা বললেন ক্রেমার

বাংলাদেশে এসেই চ্যালেঞ্জ দিয়ে মাশরাফিদের যা বললেন ক্রেমার

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। ১৫ই জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।  এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।

আসন্ন সিরিজটি দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামর্থ রাখে জিম্বাবুয়ে। এমনটিই জানালেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক গ্রায়েম ক্রেমার।  আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'প্রত্যেকটি দলই ওয়ানডে ক্রিকেটে ভালো করার সামর্থ রাখে। তিন দলেরই ভালো স্পিনার রয়েছে।  আমার মনে হয় মাঠে যে টিম সেরাটা দিতে পারবে ফল তাদের পক্ষে যাবে। আমার মনে হয় এটা বলা খুব কঠিন। প্রতিটি দল নিজের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। আমার মনে হয় দারুণ একটা ত্রিদেশীয় সিরিজ হবে। '

তিনি আরও বলেন, 'তারা নিজেদের মাঠে অনেক বেশি শক্তিশালী। আমি মনে করি তারুণ্য এবং অভিজ্ঞতা মিলিয়ে আমাদের দল। আমাদের অনেকেই এখানে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছে।  আমরা জানি বাংলাদেশের খেলোয়াড়রাই এগিয়ে। আমরা শ্রীলঙ্কা সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। আমি মনে করি আমাদের দলটাও এখন দারুণভাবে সজ্জিত। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে