শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৮:৪৭

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের আসল লড়াই সাবেক দুই কোচের সঙ্গেই!

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের আসল লড়াই সাবেক দুই কোচের সঙ্গেই!

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। ১৫ই জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।

২০১৪ সালের মে মাসে মাশরাফি-তাসকিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিক। এরপর দু'বছর পরেই বিসিবের সঙ্গে চুক্তি শেষ করেন তিনি। এবার জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের হেড কোচ তিনিই। অর্থ্যাৎ মাশরাফি-রুবেলদের জন্য তিনি যে রণ কৌশল সাজিয়েছেন, এবার তাদের বিপক্ষেই তিনি তা সাজাবেন।

অন্যদিকে টাইগারদের হেড কোচ হিসেবে থাকা চণ্ডিকা হাতুরেসিংহে এখন শ্রীলঙ্কা দলের কোচ।  তাই বলা যায়, টাইগারদের সবকিছুই তিনি ভালোভাবেই জানেন। যার মানে ত্রিদেশীয় সিরিজে সাবেক দুই কোচের বিপক্ষেই লড়তে হবে টাইগারদের। অন্যদিকে কোচহীন অবস্থায় তাদের মোকাবেলা করবে বাংলাদেশ দল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে