শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:৪২:৩৭

আগুনে ক্ষতিগ্রস্ত মাঠকর্মীদের পাশে মুমিনুল-সোহানরা

আগুনে ক্ষতিগ্রস্ত মাঠকর্মীদের পাশে মুমিনুল-সোহানরা

স্পোর্টস ডেস্ক: বিকেএসপিতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে যখন সেঞ্চুরির পথে মুমিনুল হক, তখন আগুনে পুড়ছিল মাঠকর্মীদের ঘর। সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ম্যাচে অংশ নেয়া দুদল, মুমিনুলের হকের পূর্বাঞ্চল ও নূরুল হাসান সোহানের দক্ষিণাঞ্চল।

গত মঙ্গলবার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ম্যাচের প্রথমদিন চা বিরতির সময় বিকেএসপির চার নম্বর মাঠ সংলগ্ন বাউন্ডারি দেয়ালের বাইরে আগুন লাগে। আগুনে পুড়ে যায় মাঠকর্মীদের তিনটি ঘর। ম্যাচটি শুক্রবার শেষ হয়। শনিবার আগুনে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপিতে কর্মরত বিসিবির কিউরেটর নূরুজ্জামান নয়ন। মাঠকর্মীদের পক্ষ থেকে ক্রিকেটারদের ধন্যবাদ জানান তিনি, ‘মাঠের ক্রিকেটারদের সঙ্গে গ্রাউন্ডসম্যানদের দারুণ একটি সম্পর্ক রয়েছে। আগেও দেখেছি, ক্রিকেটাররা তাদের নানাভাবে সাহায্য করে। এখনতো আগুনে পুড়ে যাওয়ার মত ঘটনা। এই শীতেই টাকাটা তিনটি পরিবারের জন্য অনেক বড় উপকারে আসবে। আমি গ্রাউন্ডসম্যানদের পক্ষ থেকে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই।’

আগুন লাগার সময় ধোয়া ও মানবিক দিক চিন্তা করে খেলাও বন্ধ রেখেছিলেন দুই দলের ক্রিকেটাররা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে