শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭:২৯

সব ভুলে সামনে তাকিয়ে সাব্বির

সব ভুলে সামনে তাকিয়ে সাব্বির

স্পোর্টস ডেস্ক: ‘মানুষ হিসেবে আমার উপর ওই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে। এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভাল কিছু করার জন্য।’

খেলার মাঠে এক কিশোর দর্শককে পিটিয়ে সমালোচিত হওয়ার পর প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে এসে এভাবেই মনের জানালা খুলে দিলেন সাব্বির রহমান। দেশজুড়ে নিন্দার ঝড় উঠলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে গেছেন কঠিন সময়টাতে। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে এসে নিয়মিত অনুশীলনেই মন দিচ্ছেন। প্রস্তুত হচ্ছেন মাঠের কাজে নিজেকে ঢেলে দিতে।

রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচে দর্শক পেটানোর ওই ঘটনায় সাব্বিরের অনেক ক্ষতি হয়ে গেছে। তাকে ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ করেছে বিসিবি। বাদ দেয়া হয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। সঙ্গে নগদ ২০ লাখ টাকা জরিমানা। ডানহাতি মারকুটে ব্যাটসম্যানের দুঃসময় হয়ত সেখানেই থামছে না।

আন্তর্জাতিক ক্রিকেটেও সাব্বিরের নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আর একটি পয়েন্ট হলেই বড় শাস্তিুর মুখে পড়বেন। আইসিসি’র নিয়মানুযায়ী দুবছরের মধ্যে কোন খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এতে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হবে তাকে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সেটি মনে করিয়ে দিলে সাব্বির নির্ভার থাকার কথাই জানালেন।

‘আসলে, মাথায় নেতিবাচক কিছু ঘটছে না। ডিমেরিট পয়েন্ট নিয়ে ভাবনা নাই। এক পয়েন্ট বা ১০ পয়েন্ট, সমস্যা নেই। চেষ্টা করছি সিরিজটা ভাল খেলার জন্য।’

বাংলাদেশের হয়ে ৪৬টি ওয়ানডে খেলে ফেললেও সাব্বিরের নামে পাশে নেই কোন সেঞ্চুরি। পাঁচটি ফিফটির মধ্যে সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। কবে সাব্বিরের ব্যাটে মিলবে তিন অঙ্কের দেখা? ‘আপনারা যেমন হতাশ, আমিও আসলে এটা নিয়ে হতাশ। চেষ্টা করছি সেঞ্চুরি করার জন্য। দেখা যাক, যাতে আগ্রাসী রূপ নিয়ে নিজের খেলাটা খেলতে পারি।’ পারফরম্যান্সে হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় সাব্বিরে কণ্ঠে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে