রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫২:১০

এই টেস্টে ব্যর্থ হলে কোহলির দলের বাইরে থাকা উচিত: সেহবাগ

এই টেস্টে ব্যর্থ হলে কোহলির দলের বাইরে থাকা উচিত: সেহবাগ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দলগঠনের তীব্র সমালোচনা করলেন বীরেন্দ্র সেহবাগ। এই প্রাক্তন বিস্ফোরক ওপেনার ভারতের অধিনায়ক বিরাট কোহলিরও সমালোচনা করেছেন। সেহবাগ বলেছেন, ‘বিরাট কোহলি যেভাবে মাত্র একটা টেস্টে ব্যর্থতার জন্য শিখর ধাওয়ানকে বাদ দিয়েছে, কোনও কারণ ছাড়াই ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়েছে, সেটা দেখে মনে হচ্ছে, সেঞ্চুরিয়নে ব্যর্থ হলে তৃতীয় টেস্টে কোহলির নিজেকেই বাদ দেওয়া উচিত।’

আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে তিনটি বদল হয়েছে। ধবন, ভুবনেশ্বর ও ঋদ্ধিমান সাহার বদলে দলে এসেছেন লোকেশ রাহুল, ইশান্ত শর্মা ও পার্থিব পটেল। টসের সময় বিরাট অবশ্য ঋদ্ধিমানের বিষয়ে বলেছেন, হাল্কা চোটের কারণেই তাঁকে দলে রাখা হয়নি।

ঋদ্ধিমানের বিষয়ে কোনও মন্তব্য না করলেও, সহবাগ বুঝিয়ে দিয়েছেন, ভুবনেশ্বর ও ধবনের বাদ পড়া তাঁর মতে ভুল সিদ্ধান্ত। তিনি বলেছেন, ‘ভুবনেশ্বরকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত নয়। ইশান্ত উচ্চতার ফলে সুবিধা পেতে পারে বলে ভুবনেশ্বরের আত্মবিশ্বাসে আঘাত করেছে বিরাট কোহলি। ওরা ইশান্তকে অন্য কোনও বোলারের বদলে দলে নিতে পারত। কেপ টাউনে ভাল পারফরম্যান্স দেখিয়েছিল ভুবনেশ্বর। ওকে বাদ দেওয়া ঠিক নয়।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে