রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮:২৬

ত্রিদেশীয় সিরিজেই সেঞ্চুরির আক্ষেপ ঘুচাতে চান সাব্বির

ত্রিদেশীয় সিরিজেই সেঞ্চুরির আক্ষেপ ঘুচাতে চান সাব্বির

স্পোর্টস ডেস্ক: প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৯টি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এখনও তিন অংকের দেখা পাননি সাব্বির রহমান। এটাই তার বড় হতাশার মধ্যে অন্যতম। এই আক্ষেপ পোড়ায় সাব্বিরকেও। আজ শনিবার শের-ই-বাংলায় সাংবাদিকদের বললেন, আসন্ন ত্রিদেশীয় সিরিজেই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঘুচাতে চান তিনি।

ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা সাব্বির বললেন, ''আপনারা যেমন হতাশ, আমিও আসলে এটা নিয়েই হতাশ সে সেঞ্চুরি করতে পারিনি। চেষ্টা করছি সেঞ্চুরির। আশা করছি, দ্রুতই সেঞ্চুরি করতে পারব। এই সিরিজে নিজের খেলাটা খেলতে পারব। চাইব আগ্রাসী থেকে নিজের খেলাটা খেলতে।'

তিন সংস্করণ মিলিয়ে সাব্বিরের ক্যারিয়ার সেরা ইনিংস ৮০ রানের। সেটাও আবার টি-টোয়েন্টিতে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি। এই ফরম্যাটে ৫০ ও ৫১ রানের আরও দুটি হাফ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৪টি হাফ সেঞ্চুরির মালিক সাব্বিরের সর্বোচ্চ স্কোর ৬৬। ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ৬৫; যদিও হাফ সেঞ্চুরি করেছেন ৫টি।

হাফ সেঞ্চুরির পরেই কেন থেমে যায় তার ইনিংস? সাব্বির বললেন, 'এটা টেম্পারেমেন্টের ব্যাপার না। আমার খেলাই আসলে এমন। আগে যখন ৩ নম্বরে খেলতাম তখন ব্যাপারটা অন্য রকম ছিল। এখন ৬-৭ বা ৫-৬ নম্বরে খেলব। চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলার। এখন আমি চিন্তা করছি, কখন কিভাবে খেলা উচিত তা নিয়ে। যদি উইকেটে থাকি, ম্যাচ শেষ করব।'

নিজেকে প্রস্তুত করতে কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। জানালেন ত্রিদেশীয় সিরিজের জন্য তিনি প্রস্তুত। শেষ মুহূর্তে কাজ করেছেন নিজের ব্যাটিংয়ের কিছু দুর্বলতা সারাতে, 'ব্যক্তিগতভাবে আমি ভালোভাবেই প্রস্তুত। যদিও গত কয়েকটা ম্যাচ আমার খারাপ গেছে। চেষ্টা করেছি, আমার যেটা দুর্বল জায়গা, সেটা শক্ত করার জন্য। ওটা নিয়ে কাজ করেছি। এখন দেখা যাক, সামনে ম্যাচ আছে। ভালো করার চেষ্টা করব।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে