রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫৩:৩৫

অবাক কাণ্ড! সাইকেলের দাম ৪ হাজার, জরিমানা ৬০ হাজার

অবাক কাণ্ড! সাইকেলের দাম ৪ হাজার, জরিমানা ৬০ হাজার

এক্সক্লুসিভ ডেস্ক: আইন সবার জন্য এক এবং সবারই তা মেনে চলা উচিত। হোক সেটা গাড়ি বা সাইকেল চালিয়ে কিংবা পায়ে হেঁটে চলার জন্য। এসব আইন ভালোর জন্যই করা। সেই আইন ভঙ্গ করা মানেই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেয়া।

আর সৌদি আরবের আইন এতোটাই কঠোর সেখানে কেউ বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করে না। আর ট্রাফিক আইন মেনে চলা এখানে সবার জন্যই বাধ্যতামূলক।

এবার সেই আইন ভঙ্গ করেই এক সৌদি সাইকেল চালককে গুনতে হয়েছে তিন হাজার রিয়াল। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০ হাজার টাকা। ট্রাফিক সিগন্যালের লালবাতি অতিক্রম করায় এতো বড় পরিমাণের জরিমানা করা হয়েছে এই সাইকেল চালকের।

রাজধানী রিয়াদের আল-রাস এলাকায় ঘটেছে এই ঘটনা। সিগন্যাল লঙ্ঘনের পর তাকে একটি জরিমানার টিকিট ধরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে লাইফ ইন সৌদিআরাবিয়া ডটনেট।

ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, সৌদি আরবে ট্রাফিক আইন ভঙ্গ করলেই তিন হাজার রিয়াল জরিমানা গুনতে হয়। এই সাইকেল চালককেও এই পরিমাণ জরিমানা করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর দেশবাসী এর সমালোচনা করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তুুমুল সমালোচনা হয়। যে ট্রাফিক পুলিশ সদস্য জরিমানা করেছেন সবাই তার সমালোচনা করেছেন।

অনেকেই বলেছেন, এতো বেশি টাকা পরিশোধ করা ওই সাইকেল চালকের জন্য কষ্টকর। কেউ কেউ বলেছেন, যেখানে তার সাইকেলের দাম ৪ হাজার টাকা, আর জরিমানা করা হয়েছে ৬০ হাজার টাকা। এটি সম্ভবত তার বেতনের তিনগুণের সমান।

সবাই একসুরে বলেছেন এতো বেশি টাকা জরিমানা করা অনৈতিক। তারা বলেছেন, আইন ভঙ্গের জন্য অবশ্যই জরিমানা হওয়া উচিত, কিন্তু একজন নিম্নবিত্ত শ্রেণির মানুষের জন্য এতো টাকা অনেক বেশি। তার জরিমানার পরিমাণ কমাতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সবাই।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে