রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১০:১৬:৫৭

যে কারণে সাব্বির নিজের উপর হতাশ

যে কারণে সাব্বির নিজের উপর হতাশ

স্পোর্টস ডেস্ক: জাতীয় লিগে এক কিশোরকে পেটানোর অপরাধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রুম্মনকে ২০ লাখ টাকা জরিমানা এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে। শুধু তাই নয়।  এই অপরাধের কারণে বিসিবির চুক্তি থেকেও বাদ দেয়া হয় রুম্মনকে।

ম্যাও বলার কারণে ঐ কিশোরকে চর-থাপড় মারেন সাব্বির।  ফলে গচ্চা দিতে হয়েছে প্রায় কোটি টাকার মত।  সম্প্রতি ঘটে যাওয়া সেই বিতর্কিত ইস্যু ভুলে খেলায় মন দিতে চান জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে শনিবার সাব্বির বলেন, আমার ওপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে।  যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে অতীত অতীতেই থাক।  যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি।

সোমবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নিজের লক্ষ্য নিয়ে রুম্মন বলেন, দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে চাই।  ব্যক্তিভাবে আমি ভালোভাবেই প্রস্তুত।  যেসব দুর্বল জায়গা রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করেছি।  ব্যাটিংয়ের সময় স্পিন বল খেলা ও সামনের পা চালানো নিয়ে কিছু কাজ করেছি।

জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দুই বছরে ৮৯টি ম্যাচ খেলেছেন সাব্বির।  বেশকিছু ম্যাচে ভালো শুরুর পরও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি।  সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ রয়েছে তার।

২৬ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার সেঞ্চুরি না পাওয়া নিয়ে বলেন, সেঞ্চুরি করতে না পারায় আমি নিজেই হতাশ।  তবে আমি চেষ্টা করছি।  আশা করি, কোনো একসময় হয়ে যাবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে