রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:১৬:১৮

ব্যাট নয় বোলিং অনুশীলনে ব্যস্ত তামিম

ব্যাট নয় বোলিং অনুশীলনে ব্যস্ত তামিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। যার ব্যাটে ভর করে অসংখ্য জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশের ক্রিকেটে পাগলরা। ২৮ বছর বয়সী ক্রিকেটার ব্যাটসম্যান হিসেবেই বরাবরই নাম্বার।  তার ব্যাটে ভর করে অসংখ্য ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল।

গত ১০ বছরে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে টানা খেলে যাওয়া এই হার্ডহিটার ব্যাটসম্যান।  এবার দলের প্রয়োজনে বোলিংয়েও দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম!

ত্রিদেশীয় সিরিজের আগে নেটে বোলিং করেছেন বাঁ-হাতি এই ওপেনার।  শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট অনুশীলনে বোলিং করেন তামিম।

যদিও এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বিভিন্ন সময় দলের প্রয়োজনে বোলিংয়ের ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার।

ব্যাটসম্যান হিসেবে টেস্ট এবং ওয়ানডের ২২৬ ম্যাচে ১৭টি সেঞ্চুরিসহ ৯৬৫২ রান করেন দেশ সেরা এই ওপেনার।  উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সফলতা পেলেও বোলার হিসেবে সাফল্যের দেখা পাননি তামিম।  টেস্ট ও ওয়ানডে মাত্র ৬ ওভার বোলিং করেছেন।  উইকেটের দেখা মেলেনি তামিমের এখনও একটাও।

ব্যাটসম্যান হিসেবে দেশের অন্যতম সেরা এই সফল ব্যাটসম্যান এখন হয়ত বোলার হিসেবেও আবির্ভূত হচ্ছেন।  সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন যে ত্রিদেশীয় সিরিজেই হয় বোলিং করতে দেখে যেতে পারে দেশ সেরা এই সফল ব্যাটসম্যানকে!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে