রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:০৪:৩৬

এই ছিল জিদানের কপালে!

এই ছিল জিদানের কপালে!

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়দের বাইরে রেখে বারবার ফর্ম হারানো সব খেলোয়াড়কে মূল একাদশে নামাচ্ছেন। পছন্দের খেলোয়াড়দের প্রতি পক্ষপাতের অভিযোগ তো পুরনো। তাছাড়া বদলি নামানোর সময়ও সেরা খেলোয়াড়কে তুলে নিচ্ছেন। এরপর তো বলাই যায়, শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের মত দলের কাছে ১-০ ব্যবধানে হার জিদানের ভাগ্যে লেখাই ছিল!

লা লিগার শিরোপা তো অনেক দূরের বিষয়, আপাতত প্রশ্ন হলো জিদানের চাকরি থাকবে তো? এই ফরাসি কোচের চাকরি হারানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার পক্ষপাতমূলক আচরণ ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ আর দর্শকদের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। স্প্যানিশ মিডিয়া তো উঠেপড়ে লেগেছে জিদানের পেছনে!

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৮৭ তম মিনিটে একমাত্র গোলটি করেন পাবলো ফোরনালস। অন্যদিকে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারকাবহুল রিয়াল মাদ্রিদ! শনিবার রাতেই স্প্যানিশ ক্লাবের ইতিহাসে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম জয়ের দেখা পেল ভিয়ারেল।

এই পরাজয়ে টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল জিনেদিন জিদানের দল। আজ রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ১৯। দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদের থেকে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন ১০।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে