রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:৪৫:২২

দল থেকে বাদ পরাটাকে ইতিবাচকভাবে দেখছেন তাসকিন

দল থেকে বাদ পরাটাকে ইতিবাচকভাবে দেখছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: লম্বা সময় নিয়মিত খেলার পর আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। আপাতত তিনি নিজেকে ব্যস্ত রাখছেন বিসিএল খেলে। তবে জাতীয় দল থেকে বাদ পড়াটাকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন তাসকিন।

জাতীয় দলে ফের ফেরার ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী এই গতি তারকা। সেই সাথে এও মনে করছেন, জাতীয় দল থেকে এখন বাদ পড়ে ভালোই হয়েছে তার জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তাসকিন বলেন, ‘অবশ্যই আমি আত্নবিশ্বাসী। শেষ ৪ বছরে এই প্রথমই আমি ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছি। আমি মনে করি এটা ভালোই হয়েছে।’

বোলিংয়ে একটু সমস্যা হচ্ছিল জানিয়ে তাসকিন বলেন, ‘বেশ কিছুদিন ধরে বোলিংয়ে একটু সমস্যা হচ্ছিল। লাইন-লেন্থ ঠিকঠাক হচ্ছিল না। আমি মনে করি, এখন অনেকটাই ফিরে পেয়েছি। আগের সমস্যা গুলো হচ্ছে না।’

তিনি বলেন, ‘জাতীয় দল থেকে বাদ পড়ে এখানে বিসিএলে এসে তা কাটিয়ে উঠছি। জাতীয় দলে ফেরার মতো রসদ তৈরী করে প্রস্তুত আছি।’

সীমিত ওভারের তাসকিনের সাথে লঙ্গার ভার্শনের তাসকিনের রয়েছে বেশ পার্থক্য। লম্বা ফরম্যাটে নিজের অবস্থানের কথা জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘আমি খুব খারাপ বলব না, ভালোই যাচ্ছে। টানা দুইটা ম্যাচ খেললাম জাতীয় লিগসহ। দুই ম্যাচেই ২৮ ওভার করে বল করেছি, উইকেট পেয়েছি জাতীয় লিগে ৩টি, এখানে ৪টি।’

লঙ্গার ভার্শনে নিজের অনভ্যস্ততার কথা স্বীকার করে তাসকিন বলেন, ‘এই ক্রিকেটে আমি খুব অভ্যস্ত নই, মাত্র ১২টি ম্যাচ খেলেছি ঘরোয়া ক্রিকেটে আর জাতীয় দলে মাত্র ৬টি। আমার টার্গেট এই ফরম্যাটে নিজেকে ফিট রাখা এবং জাতীয় দলকে সার্ভিস দেওয়া।’

চলমান বিসিএল সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, ‘বিসিএল সত্যিই খুব ভালো একটা টুর্নামেন্ট। আমাদের ফ্র্যাঞ্চাইজি বেশ ভালো, সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। জাতীয় লিগের বাইরে এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা বেশ উপকৃত হচ্ছে।‘
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে