রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫৭:১৪

৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা: মাশরাফি

৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে সতীর্থদের ওপর পুরোপুরি আস্থা আছে। সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে। বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ রোববার মিরপুরে সিরিজের আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আট বছর পর আগামীকাল সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দেশটি।

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিম্বাবুয়ান ক্রিকেট গ্রেট হিথ স্ট্রিক। বর্তমানে নিজ দেশের প্রধান কোচ হয়েছেন তিনি। অন্যদিকে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়, সাবেক দুই কোচই দল সম্পর্কে অনেক কিছু জানে। পাশাপাশি দলও তাদের প্ল্যান নিয়ে ধারণা রাখে।

সুর মিলিয়ে ম্যাশ বলেন, আমরাও মনে করি সেটাই। হিথ স্ট্রিক আরো দেড়-দুই বছর আগে গেছেন। হাথুরুসিংহে সম্প্রতি গেছেন। তারা যেমন আমাদের জানেন, আমরাও তাদের পরিকল্পনা জানি। আমরা যেটা চাচ্ছি মাঠে সেটা ৭০-৮০ ভাগ করতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না।

বোলিং অ্যাটাক নিয়ে তিনি বলেন, আমরা ৪ জন পেসার নিয়ে খেলেছি। এর পর থেকে ৩ জন পেসারের কম নিয়ে আর খেলিনি। পেসারদের জন্যই জিতেছি আবার তাদের জন্যই হেরেছি। আমি মনে করি আস্থা সবসময় ছিল কিন্তু ধারাবাহিকতা ছিল না।

অধিনায়ক বলেন, সামনে অ্যাওয়ে ম্যাচ অনেক বেশি। বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে খেলতে হবে তাই পেসারদের ওপর আস্থা রাখতে হবে। আর তাদেরও নিজেদের সেরটাই দিতে হবে।

এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দল। আগামীকাল দুপুর ১২টায় রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের উদ্বোধনী ম্যাচ। এতে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে স্কোয়াড
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে