রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৪:১৫:১৮

ত্রিদেশীয় সিরিজে তিনে সাকিব, পাঁচে মাহমুদউল্লাহ

ত্রিদেশীয় সিরিজে তিনে সাকিব, পাঁচে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে তিনে ব্যাট করতে দেখা যাবে সাকিব আল হাসানকে। বাংলাদেশ দলের কোচিং ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, সাকিব তিনে ব্যাট করায় মাহমুদউল্লাহ নেমে যাবেন পাঁচ নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে তিন নম্বর জায়গাটায় স্থায়ী হতে পারেননি কেউ। কখনও মাহমুদউল্লাহ কখনও ইমরুল কায়েস খেলেছেন এ পজিশনে। আঙ্গুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বিবেচনায় নেই ইমরুল। অভিজ্ঞদের মধ্য থেকে তাই সাকিবকেই বেছে নিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিং পজিশন নিয়ে খালেদ মাহমুদ বললেন, ‘এটা আমাদের একটা কনসার্ন (তিন নম্বর পজিশন) ছিল। আমাদের কেউ এ নম্বরে ফিট হচ্ছিল না, আমরা চাই ওখানে কেউ একজন নিয়মিত খেলুক। আমরা অনেক চিন্তা করে দেখেছি যে, অভিজ্ঞ কাউকেই এখানে খেলা উচিত। তাই সাকিবকে পছন্দ করেছি এখানে ব্যাট করার জন্য। সাকিব খুব আক্রমণাত্মক, সেই সাথে এমন পজিশনে যেকোনো কন্ডিশনে ম্যাচ পাল্টে দেয়ার সামর্থ্য আছে। আমরা ঠিক করেছি সাকিবকে পর্যাপ্ত সময় দিবো তিন নম্বরে। মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে।’

টি-টুয়েন্টিতে সাকিবের প্রিয় পজিশন তিন নম্বর। এই পজিশন থেকে সরিয়ে দেয়ায় সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টানাপোড়েনও ছিল তার। সবশেষ সাউথ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি সিরিজে তিনেই ব্যাট করেছেন সাকিব। প্রোটিয়া সফরের প্রথম ওয়ানডেতেও অবশ্য তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। আউট হয়েছিলেন ২৯ রানে। পরের দুই ম্যাচে আবার ফিরে যান পাঁচ নম্বরে। এবার ওয়ানডেতে নিয়মিত প্রিয় পজিশনে নামার সুযোগটা পাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে