রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০:০২

জিদানের ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’

জিদানের ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’

স্পোর্টস ডেস্ক: বেশিরভাগ সময়ে মূল স্কোয়াডে জায়গা হত না; তাই মৌসুমের শুরুতে ক্যারিয়ার বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখে ধারে পাড়ি জমিয়েছেন। এখন বাভারিয়ানদের হয়ে যেমন পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে গা জ্বলে যেতে পারে জিনেদিন জিদানের। ছয়মাস আগে ফরাসি কোচ যে দাবি করেছিলেন হামেস রদ্রিগেজের মত খেলোয়াড়দের তার দরকার নেই!

অবশ্য ছয়মাস আগে জিদানের এমন দাবি করার যুক্তিও ছিল। রোনালদো-বেনজেমা-ইস্কোরা গত মৌসুম এমনই ফর্মে ছিলেন যে হামেসকে খেলানোর খুব একটা প্রয়োজন বোধ করেননি জিজু। কলম্বিয়ান ফরোয়ার্ডকে ধারে বায়ার্নের কাছে ছেড়ে দিতেও খুব একটা গায়ে লাগেনি। তখন কে জানতো পাশার দান এত তাড়াতাড়ি উল্টে যাবে!

কিছুদিন আগেও সান্তিয়াগো বার্নাব্যুতে একচ্ছত্র আধিপত্য ছিল জিদানের। রিয়ালের ড্রেসিংরুম থেকে শুরু করে মাঠের দর্শকরা পর্যন্ত একবাক্যে মেনে নিয়েছেন তার সিদ্ধান্ত। তাই হামেসের পাশাপাশি যখন আলভারো মোরাতাকেও ছেড়ে দিলেন জিদান, খুব একটা বাধা দেয়া হয়নি তাকে।

মৌসুমের মাঝপথে লিগ লিডার বার্সেলোনা থেকে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়ে মোরাতা ও হামেসের প্রয়োজনীয়তা এখন ঠিকই টের পাচ্ছে রিয়াল। এ দুই খেলোয়াড়কে ছেড়ে দেয়ার দায়ে জিদানের দিকেই আঙ্গুল তুলছে ব্লাঙ্কোস ভক্তরা।

চলতি মৌসুম শেষ হওয়া মাত্রই আবারও ডেকে আনা হতে পারে হামেসকে। কিন্তু বায়ার্ন তাকে যেভাবে সুযোগ দিচ্ছে, কলম্বিয়ান তারকা নাও ফিরতে পারেন। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কসের রণপরিকল্পনা পরিচালিত হচ্ছে হামেসকে ঘিরেই। ধারে নিলেও বায়ার্নে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়টির নাম হামেস রদ্রিগেজ। তাকে মূল একাদশে রাখার সুফলও পাচ্ছে বাভারিয়ানরা। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বেয়ার লেভারকুসেনের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে বায়ার্ন। নিয়মিত গোলের দেখা পাচ্ছেন হামেসও।

এমন সুযোগ-সুবিধা পায়ে ঠেলে হামেস যে পুরনো ক্লাবে ফিরবেন এমন আশা করেন না স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোও। স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালনকে পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, প্রিয় বন্ধু হামেসের ফেরার কোন সম্ভাবনাই দেখেন না তিনি। আর নিজেকে মেলে ধরার সুযোগ যেখানে নিয়মিত মিলছে, সে ক্লাবকে ফেলে ব্রাত্য ঘোষণাকারী ক্লাবেইবা কেন ফিরতে যাবেন কলম্বিয়ান তারকা!
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে