রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৯:৩৯

অসহায় গ্রাউন্ডসম্যানদের পাশে মুমিনুলরা

অসহায় গ্রাউন্ডসম্যানদের পাশে মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক: ৯ জানুয়ারি মঙ্গলবার, বিকেএসপির ৪ নম্বর মাঠ। বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে লড়ছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দিনের তৃতীয় সেশনের আগে, অর্থাৎ চা বিরতির সময় হুট করে আগুন লেগে যায় মাঠ সংলগ্ন বাউন্ডারির দেয়ালের বাইরে।

মুহূর্তেই সেই আগুনে পুড়ে যায় তিন গ্রাউন্ডসম্যানের বাড়ি। তাদের কাছে ছুটে আসতে ঐ সময় খেলাও বন্ধ রেখেছিলেন ক্রিকেটাররা। এবার ক্ষতিগ্রস্ত গ্রাউন্ডসম্যানদের সাহায্যার্থে আর্থিক সহায়তা নিয়ে এসেছে দুই দলের ক্রিকেটাররা।

সম্প্রতি গ্রাউন্ডসম্যানদের ১ লাখ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি প্রথম রাউন্ডের দুটি ম্যাচ দিয়ে শুরু হয় চলতি মৌসুমের বিসিএল। চার দিনের এ ম্যাচ শেষে দুই দিন বিশ্রামের পর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের মোকাবেলা করবে ইসলামি ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হবে ১৮ জানুয়ারি। ২১ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের লড়াই।

তৃতীয় রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি নর্থ জোন খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন লড়াই করবে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে।

টুর্নামেন্টে জয়ী দল পাবে ১০ পয়েন্ট। টাই হলে ৫ পয়েন্ট করে ভাগাভাগি হবে। এছাড়া ড্র কিংবা পরিত্যক্ত হলে দুই দল তিন পয়েন্ট করে পাবে।

টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা, তার আগে অবশ্য অংশ নেবে ত্রিদেশীয় সিরিজে। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে শ্রীলঙ্কা লড়বে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। টেস্ট সিরিজের দলে নিজের জায়গা পাকা করতে কিংবা নির্বাচকদের নজরে আসার জন্য এমন সময় দারুণ এক প্ল্যাটফর্ম বিসিএল। অংশ নিতে যাওয়া সব ক্রিকেটাররা নিশ্চয়ই উন্মুখ হয়ে আছেন পারফর্ম করে দলে নিজের জায়গার দাবির জানান দিতে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে