রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০০:০৮

সৌম্য-তাসকিনের বাদ পড়া নিয়ে এবার যা বললেন মাশরাফি

সৌম্য-তাসকিনের বাদ পড়া নিয়ে এবার যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।  আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।  আগামীকাল ১৫ই জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।  আর এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।

আর আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াডে জায়গা হল না সৌম্য সরকার ও তাসকিন আহমেদের।  আসন্ন সিরিজ থেকে সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে মাশরাফি বলেন, 'অধিনায়ক হিসেবে সৌম্যকে আমি স্যালুট দিব, ও কোনো সময় স্বার্থপর ছিল না এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে।  যদি দেখেন, প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা ও মানিয়ে নিয়েছিল।  এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি।  ও কিন্তু এই ধরেণের ছিল না।  দলের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি।  এ কারণে বাইরে। '

তিনি আরও বলেন, 'সৌম্য এবং তাসকিনের জন্য কিছুটা হলেও খারাপ লাগছে।  তারা দলের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি বলে আজ দলের বাইরে।  আমাদের কোচিং স্টাফদের সাথে ওদের কথা হয়েছে।  বিশেষ করে সুজন ভাই (টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন) ওদের সাথে কথা বলেছে বাদ পড়ার পর।  ওরা এখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে।  প্রত্যাশা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পারফর্ম করে আবার দলের সাথে আসতে পারে।  ওদেরকে শতভাগ সমর্থন করতে হবে। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে