রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬:৫৪

'বাংলাদেশ দলে ৫ জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে'

'বাংলাদেশ দলে ৫ জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে'

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।  আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।  আগামীকাল ১৫ই জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।  আর এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।

তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রতিপক্ষ যেন দু'দলের কোচই।  কারণ তারা বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন।  দক্ষিণ আফ্রিকা সফরে দলের প্রতি অসন্তুষ্ট হয়ে দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ই-মেইল পদত্যাগ পত্র পাঠিয়ে দেন চন্ডিকা হাথুরুসিংহে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে বাংলাদেশ এসেছেন তিনি।  আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।  সেখানে আসন্ন সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ দল মানে একজন-দুজন ক্রিকেটার নয়।  আরও অনেক ভালো ক্রিকেটার আছে।  (বর্তমান দলের) ৫ জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে। '

এছাড়া তিনি আরও বলেন, 'আমার প্রিয় বলে কেউ ছিল না।  যখন কেউ পারফর্ম করে, তখনই সে আমার প্রিয়।  এভাবেই দেখি।  বাংলাদেশ তাই একজন-দুজন ক্রিকেটারের দল নয়।  গুরুত্বপূর্ণ ক্রিকেটার আছে।  তার মানে এই নয় যে, একজন-দুজনের দল। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে