রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০৯:২০

টস নিয়ে বেশ ভালো বিপাকেই আছেন মাশরাফি

টস নিয়ে বেশ ভালো বিপাকেই আছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।  সেই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে চলে এসেছে দুই দলেই।  আর কালকের ম্যাচে খুব গূরত্বপূর্ন ভূমিকা রাখবে উইকেট।  আর সেই জন্যেই যে কোন দলের জন্য খুব গূরত্বপূর্ন ছিলো টস জেতা।  টস জিতে আগে ফিল্ডিং অথবা ব্যাটিং সেটা নিয়েও বিপাকে পড়তে হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে।  এর কারন শৈত্যপ্রবাহ রাখতে পারে অনেক বড় ভূমিকা।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,'আসলে আমরাও ডাউটে আছি,,, ব্যাট করলে ভালো হবে নাকি বল করলে ভালো হবে।  এটা কুয়াশার উপর নির্ভর করে।  আবার শিশির বেশি না পড়লে বোলিংটা ভালো হয়।  কাজেই নির্ভর করছে নির্দিষ্ট দিনে আবহাওয়া কেমন থাকছে। ’

মাশরাফি আরো বলেন ,'‘আমার মনে হয় এটা নিয়ে না ভেবে আমরা শুরুতে ব্যাটিং কিংবা বোলিং যেটাই পাই এক্সিকিউশনটা গুরুত্বপূর্ণ।  হয়তোবা কালকে টস জিতলে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে।  কিন্তু আমার মনে হয় না এটা (আগে ব্যাট, পরে ব্যাট) ওরকম কোনো পার্থক্য তৈরী করবে।  আবার ওই পার্থক্য কমানোর খেলোয়াড় এবং সামর্থ্য আমাদের আছে।  আমি মনে করি ওই দিকেই নজর থাকা গুরুত্বপূর্ণ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে