রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:১২:৩২

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম!

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম!

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ১৫ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।  আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।  আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।  আর এ ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।

আর আসন্ন ত্রিদেশীয় সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল।  আর সেটি হল ওয়ানডেতে একই মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।  বর্তমানে এ রেকর্ডের মালিক শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়ার।  কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ব্যাটিং করে ২৫১৪ রান করেছেন তিনি।

অন্যদিকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৭১ ম্যাচে খেলেছেন ৭০ ইনিংস।  যেখানে তার রান সংখ্যা ২৩০৫ এবং সাকিব ৭৩ ম্যাচে ৭০ ইনিংস খেলেছেন।  রান করেছেন ২২১৪।  যার মানে জয়সুরিয়ার রেকর্ড থেকে ২১০ রান পিছিয়ে আছেন তামিম এবং সাকিবের দরকার ৩০১ রানের।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে