সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৭:২০:১৮

জয়সুরিয়া-ইনজামামের ঘাড়ে নিশ্বাস ফেলছেন টাইগার তামিম

জয়সুরিয়া-ইনজামামের ঘাড়ে নিশ্বাস ফেলছেন টাইগার তামিম

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেই দারুণ একটি মাইলফলকে পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এদিন ব্যাট হাতে ৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি।

আর এরই সাথে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের খুব কাছে পৌঁছে গিয়েছেন তামিম। এই ম্যাচের আগে ১১ হাজারি রানের ক্লাবে পা রাখতে তামিমের প্রয়োজন ছিলো ৯১ রানের।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি খেলার ফলে বর্তমানে এই মাইলফলকে পা রাখতে তাঁর আর মাত্র ৭ রান প্রয়োজন। ১৯ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলতে নেমেই হয়তো এই রেকর্ডটি নিজের করে নিবেন তামিম।

তবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে না পারলেও আরেকটি রেকর্ডে ঠিকই নাম লেখাতে সক্ষম হয়েছেন তামিম। ১০৯৯৩ রান নিয়ে বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের দিক থেকে ৬৭তম অবস্থানে উঠে এসেছেন টাইগার ওপেনার।

এরই সাথে অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকেও টপকে গিয়েছেন তিনি। এই ম্যাচের আগে ওয়াটসনকে টপকাতে ৪১ রান প্রয়োজন ছিলো তামিমের।

এদিকে ওয়াটসনকেও ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দারুণ এই ইনিংসটি খেলার ফলে আরেকটি মাইলফলকের কাছে পৌঁছে গেছেন তামিম। এখন পর্যন্ত ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৭২টি ম্যাচে ২৩৮৯ রান সংগ্রহ করেছেন তিনি।

জয়সুরিয়া-ইনজামামের ঘাড়ে নিশ্বাস ফেলছেন টাইগার তামিম:
নির্দিষ্ট কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার দিক থেকে সবার উপরে উঠে আসতে তামিমের প্রয়োজন আর মাত্র ১২৬ রান। পুরো সিরিজে এই রান তুলতে পারলে ক্রিকেট বিশ্বের দুই কিংবদন্তী ব্যাটসম্যান ইনজামাম উল হক ও সানাথ জয়সুরিয়াকে টপকে যেতে পারবেন তামিম।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৩৮.৬৭ গড়ে ২৫১৪ রান নিয়ে তালিকার সবার ওপরে আছেন জয়সুরিয়া। অপরদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫০.২৮ গড়ে সংগ্রহ করেছিলেন ২৪৬৪ রান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে